করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে অভিনেত্রী সন্ধ্যা রায়
৮ মে ২০২১ ১১:২০
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী সন্ধ্যা রায়। গায়ে জ্বর নিয়ে কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভর্ত্তি হয়েছেন আশি বছরের এই অভিনেত্রী। জানা গেছে, করোনার উপসর্গ থাকায় অভিনেত্রীকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তার নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপসর্গ মেনেই শুরু হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা।
পশ্চিমবাংলার নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশে ছিলেন তার পরিবার। পরে ১৯৫৭ সালে আবার ভারতে পাড়ি দেন সন্ধ্যা রায়। সাদা কালো থেকে রঙিন, বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। মাত্র ১৬ বছর বয়সে রুপোলি জগতে পা রাখেন তিনি। তার প্রথম ছবি ১৯৫৭ সালে ‘মামলার ফল’। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। পাশাপাশি BFJA এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৯-এর নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষীয়ান এই অভিনেত্রী।