১০ পর্বের ধারাবাহিক ‘দৌড়ের উপর’
৯ মে ২০২১ ১৩:০৬
এবারের ঈদে দেখা যাবে ১০ পর্বের ধারাবাহিক ‘দৌড়ের উপর’ পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, তুষার মাহমুদ, হান্নান শেলী, ওবিদ রেহান প্রমুখ।
ধারাবাহিকটি এটিএন বাংলায় ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে।
এর গল্পে দেখা যায়, বদরুল ওরফে বদি চোরা, অনেকদিন হলো সমাজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু ছেছড়া চোরের তকমা সে মুছতে পারেনি। চোরেরও আত্মসম্মান বোধ আছে। চোর তাও ছেছড়া চোর তা বদি কোন ভাবেই মেনে নিতে পারে না। যেমনটি পারে না তার বউ। তার বউয়ের একটা স্বপ্ন পত্রিকায় ছবি ছাপা হবে দেশের সবাই বদি কে এক নামে চিনবে সবাই। সেই আশায় বদি বড় চুরির পরিকল্পনা করে এবং বরাবরই ব্যর্থ হয়। হাবিবুর রহমান হবি পেশায় পুলিশের হাবিলদার, পুলিশে চাকরি জীবন হয়তো বড় জোর বছর ৫ আছে। তার ইচ্ছা যে করেই হোক অবসরে যাবার আগেই যেন প্রমোশন হয়। কিন্তু তার কোন কেইসও নেই প্রমোশনও নেই। শুধু সিনিয়র হিসাবে জাফর হবিকে একটু মান্য করে। এভাবেই যাচ্ছে হাবিবুর রহমান হবি সাহেবের দিনকাল। হবির স্বপ্ন সারা দেশ তাকে একদিন চিনবে। আশরাফ পেশায় উকিল। সারাদিন আদালত চত্তরে দৌড় ঝাপ দিয়েই যাচ্ছেন। ব্যস্ততা এমন যে দম ফালানোর সময় নেই। কিন্তু দিন শেষে সব শূণ্য। আশরাফের স্বপ্ন সে যখন দেশের নামকরা উকিল হবে তার খ্যাতি যখন সারা দেশে ছড়িয়ে পড়বে তখন লতার বাবাই লতাকে তার হাতে তুলে দিবে। এই হলো উকিল আশরাফ গল্পের তৃতীয় জন।
বদি চোর সিদ্ধান্ত নেয় সে একটা বড় ধরনের চুরি করবে। সারা জীবন তো ছোট খাট চুরি করেছে। এবার বড় ধরনের চুরি হবে। ধরা পড়লে নাম ডাক পড়ে যাবে আর না হলে পোয়বারো। নির্দিষ্ট দিন বদি তার পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে বাড়ীতে প্রবেশ করে। কিন্তু সে যখন বাড়ীতে প্রবেশ করে দেখে সব দরজা খোলা। তখনই হবি মিডিয়াকে কল দেয়। সবাই দলবল নিয়ে বাড়ি ঘেরাও করে ফেলে টিভিতে লাইভ চলতে থাকে। কিন্তু হঠাৎ করেই শুরু হয় নাটকীয় ঘটনা। পরের দিন পেপার টিভি চ্যানেলে বদি আর হবির সংবাদ চারিদিকে হৈ চৈ পড়ে যায়।
সারাবাংলা/এজেডএস