Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈত্রিক বাড়ি এখন পাকিস্তান সরকারের


৯ মে ২০২১ ২১:৪১

দিলীপ কুমার ও রাজ কাপুর- বলিউডের দুই কিংবদন্তীরই জন্ম হয়েছিল পাকিস্তানে। ১৯২২ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের খাইবারে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ ইউসুফ খান। যিনি বলিউড ইন্ডাস্ট্রিতে দিলীপ কুমার নামেই সর্বজন শ্রদ্ধেয়। ঠিক তার দুই বছর পর অর্থাৎ ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পাশের কাপুর হাভেলিতে জন্ম হয় রাজ কাপুরের। প্রায় সমবয়সী ছিলেন দুই তারকা। ছোটবেলা থেকেই ছিল দু’জনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব পরে বলিউডে এসে আরও পোক্ত হয়।

বিজ্ঞাপন
পাকিস্তানে দিলীপ কুমারের বাড়ি

পাকিস্তানে দিলীপ কুমারের বাড়ি

পাকিস্তানের অন্যতম ব্যস্ত জায়গা কিসসা খাওয়ানি বাজার। সেখানেই প্রায় ১০০ বছর ধরে রয়েছে এই দুই কিংবদন্তীর পৈত্রিক বাড়ি দু’টি। ইতিমধ্যে পাকিস্তান সরকার এই বাড়িগুলি অধিগ্রহণ করে নিয়ে সেগুলি ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণ করবে বলে জানিয়েছিল। বর্তমানে এই বাড়িগুলির অবস্থা খুবই খারাপ। দুই কিংবদন্তী বলিউড তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের পূর্বপুরুষের বাড়ি কিনে নেওয়ার জন্য বাজেট বরাদ্দ করেছিল পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশের আর্কিওলজি বিভাগ। পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ভবন দুটিকে আগেই হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এবার কাজ শুরু করল পাকিস্তানের পাখতুনখাওয়ার সরকার। বলিউডের অন্যতম পথিকৃৎ দিলীপ কুমার ও এভারগ্রিন শো ম্যান রাজ কাপুরের বাড়ি দু’টি অধিগ্রহণ শুরু হল। তবে কোনও বাণিজ্যিক ভবন নয়, এখানে তৈরি হবে সংগ্রহশালা। খাইবার পাখতুনখোয়ার পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর আবদুল সামাদ জানিয়েছেন, ঈদের পরপরই বাড়িগুলির সংস্কারের কাজ শুরু হবে। দিলীপ কুমারের পূর্বপুরুষের বাড়িটি চার মহল্লা এবং রাজ কাপুরের পৈতৃক ভিটে ছয় মহল্লা। একাধিকবার এই বাড়ি দু’টি অবৈধভাবে ভেঙে অত্যাধুনিক শপিং মল করার চেষ্টা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণ সেই সমস্ত চেষ্টা ভেস্তে গিয়েছে।

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি

এর আগে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খারিজ করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়োরে দুয়োরে ঘুরে এই বাড়ি দু’টির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। শোনা গিয়েছে, কাদার নাকি কাপুর হাভেলির জন্য ২০০ কোটি টাকা দাম হেঁকেছিলেন। কিন্তু তার বদলে পাকিস্তান সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২ কোটি টাকার সামান্য কিছু বেশি মূল্যে বাড়ি দু’টি কেনার অনুরোধ জানানো হয়েছে। শেষ অবধি ওই দামেই বাড়ি দুটি কিনে নেয় সরকার। এবার সেখানে সংগ্রহশালা তৈরির কাজ শুরুর মুখে। ঈদের পরেই পাকিস্তানের মাটিতে বলিউডের দুই মহাতারকার স্মৃতিচিহ্ন তৈরির কাজ শুরু হবে।

দিলীপ কুমার দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈত্রিক বাড়ি পাকিস্তান সরকার রাজ কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর