Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয়-সারিকার ‘এক টিকিটে দুই ছবি’


১১ মে ২০২১ ১৩:৪১

ঈদ উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘এক টিকিটে দুই ছবি’। জুয়েল এলিন-এর রচনায় এটি পরিচালনা করেছেন ফজলুল সেলিম। অভিনয়ে নিলয়, সারিকা।

‘এক টিকিটে দুই ছবি’ নাটকের গল্পে দেখা যাবে বিয়ের আসর থেকে বিথীকে উঠিয়ে নিয়ে যায় রকি। বিথী এতে খুশি হয় কারণ পাত্র তার পছন্দ ছিলো না। রকিকে এলাকার বড় ভাই সেলিম পাঠিয়েছে তার প্রেমিকাকে নিয়ে আসতে। রকি ভুল করে নিয়ে আসে বিথীকে। একই সময় সেলিমের প্রেমিকা বাড়ি থেকে পালিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশে অভিযোগের কারনে সেলিম পালিয়ে বেড়াচ্ছে। বিথী দেখে ভুল মানুষ তাকে তুলে নিয়ে আসছে। এই অবস্থা পুলিশ বুঝতে পেরে তাদের ধরতে মরিয়া হয়ে ওঠে। বিথী আর রকি পালাতে থাকে। পুলিশ অবশেষে সেলিম, রকি, বিথী তিনজনকেই ধরে ফেলে। সেলিমকে দেখে রকি বলে আপনার জিনিস নেন। শুধু আপনার জন্য আমার হাতে হাতকড়া। আমার টাকাপয়সা কিছু লাগবে না। সেলিম পুলিশের কাছে বলে বিথীকে সে চেনে না। বিথী হঠাৎ বলে উঠে সে রকিকে বিয়ে করতে চায়।

একক নাটক ‘এক টিকিটে দুই ছবি’ প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশনে।

‘এক টিকিটে দুই ছবি’ ঈদ নাটক একক নাটক ‘এক টিকিটে দুই ছবি’ মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর