Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফরান নিশো ও তানজিন তিশার ‘বোধোদয়’


১২ মে ২০২১ ১১:০১

ইরা পড়াশোনা শেষ করতে না করতেই বাবার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এতোটাই ব্যস্ত হয়ে পড়ে যে, নিজের বোধ অনুভূতির জন্য যে আলাদা কিছু সময় দরকার সেই উপলব্ধিও ইরা হাড়িয়ে ফেলে কর্পোরেট প্রতিযোগিতায় ছুটতে গিয়ে। এমনই এক মোহগ্রস্থ সময়ে তার সাথে পরিচয় হয় অদ্ভুত এক যুবকের। ঐ যুবক নিজেকে রঙ নামে পরিচয় দেয়। সে নিজেকে এই পৃথিবীর প্রেম ভালোবাসার রঙের সন্তান দাবী করে। ইরার সামনে সে নিয়ে আসে এক অদ্ভুত জগত। সেখানে জীবন বোধের গল্প, রঙের গল্প, পাখির গল্প, মাটির গল্প।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘বোধোদয়’। আব্দুল্লাহ মাহফুজ অভি’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অভিনয় করেছেন- আফরান নিশো, তানজিন তিশা, দুখু সুমন, সাবরিন শারমিন সাধন, সম্রাট প্রমূখ। প্রচারিত হবে আজ (১২ মে) দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে।

আফরান নিশো ঈদ নাটক একক নাটক একক নাটক ‘বোধোদয়’ এনটিভি তানজিন তিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর