Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফ করিম ও শায়নার ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’


১২ মে ২০২১ ১৭:৩৪

নবদম্পতি রিমি আর রাশেদ কক্সবাজারে হানিমুনে এসেছে। পূর্ব পরিচয় ছাড়াই দুই পরিবারের পছন্দ অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিয়ের দিন থেকেই রিমি রাশেদের সাথে বাজে আচরণ শুরু করে। রাশেদ রিমিকে বোঝায় পরিবারের সাথে থেকে সম্ভব নয়, তাই হানিমুনের নামে দূরে কোথাও গিয়ে তারা তাদের বিচ্ছেদটা ঘটাবে। পরে পরিবারকে জানিয়ে দেবে।

কক্সবাজারে এসে দু’জন তাদের নিজেদের মত থাকার চিন্তা করলেও বাধ সাথে রাশেদের এক মামা। সে সময় সেখানে এসে হাজির হয় আরিয়ান। রিমির চোখে মুখে খুশি ঝড়ে পরে। কারণ রিমি আরিয়ানকে ভালবাসে। এরপর ঘটতে থাকা একের পর ঘটনা নিয়েই নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’।

বিজ্ঞাপন

মাতিয়া বানু শুকু’র রচনায় ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, শায়না আমিন, নিলয়, হিরো প্রমূখ। প্রচারিত হবে বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে।

ঈদ নাটক এনটিভি নাটক ‘তিতা মিঠা মধু চন্দ্রিমা’ নিলয় মোশাররফ করিম শায়না আমিন