Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিমুখী টানাপোড়নের গল্প ‘পিছুটান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ মে ২০২১ ০৯:৫০ | আপডেট: ১৩ মে ২০২১ ১০:৪৩

শুক্রবার (১৪ মে) সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘পিছুটান’। অমিত করের রচনায় নাটকটি পরিচালনা শুভ্র আহমেদ। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে।

নাটকের গল্পের নায়ক আদর এই কর্মব্যস্ত শহুরে জীবনের একজন সাধারণ নাগরিক। মধ্যবিত্ত জীবনের মানুষ গুলোর একটু সচ্ছলতার জন্য স্বামী স্ত্রী দু’জনেরই চাকুরী থাকা অপরিহার্য। আদরের স্ত্রী তিশা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করে। চাকুরীর কারণে আমাদের সমাজের মেয়েদের অনেক সময়ই অনেকের লালসার শিকার হতে হয়।

এই গল্পে তিশারও তাই হয়েছে। তার বস আসিফ তাকে অফিসিয়াল ট্যুরের কথা বলে টোপে ফেলে শহরের বাইরে নিয়ে যায়। পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে তিশার স্বামী ছুটে যায় হাসপাতালে। অন্যদিকে আসিফ সাহেবের স্ত্রী লীনাও ছুটে যায় হাসপাতালে। সেখানে মুখোমুখি হয় প্রেমে ব্যর্থ দুজন প্রেমিক প্রেমিকা। মূল গল্প শুরু হয় এখান থেকেই। শুরু হয় ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘পিছুটান’।

বিজ্ঞাপন

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, সজল নূর, তাহমিনা অথৈ।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর