Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যানসির মেয়ে রোদেলার প্রথম মৌলিক গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ মে ২০২১ ১১:২০

নাজমুন মুনিরা ন্যানসি— দেশের সঙ্গীত জগতে জনপ্রিয় একটি নাম। তারই পথে হাঁটলেন তার মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই’।

অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের ব্যানারে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটি। ‘আমি উড়ে যেতে চাই, প্রজাপতির ডানায়/ আমি ভেসে যেতে চাই সাদা মেঘের ভেলায়/ আমি শুনবো না না না মানবো না, আজ কোনও বারণ’— এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন মহসীন মেহেদী ও এহসান রাহী। সুর করেছেন এহসান রাহী। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। এর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রোদেলা নিজেই এর মডেল হয়েছেন।

বিজ্ঞাপন

উচ্ছ্বসিত মারজিয়া বুশরা রোদেলা। তিনি বলেন, ‌‘এর আগে ৪টি কাভার গান করেছি। এবারই প্রথম মৌলিক গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

রোদেলা জানান, ঈদুল আজহায় ‘তোমাকে চাই’ শিরোনামে দ্বিতীয় মৌলিক গান প্রকাশের প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

সারাবাংলা/এজেডএস

ন্যানসি রোদেলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর