Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ আকবরের ‘নুনের ছিটা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ মে ২০২১ ১২:৪৪ | আপডেট: ১৩ মে ২০২১ ১৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ আকবর

প্রেয়সী ব্যাথা দিয়ে চলে যাওয়ার পর কোন প্রেমিক ভেঙে পড়ে আবার কেউ প্রতিবাদী হয়। প্রতিবাদ মানে এই নয় যে, প্রেয়সীর জীবন নষ্ট করা। প্রতিবাদ মানে নিজে ঘুরে দাঁড়ানো। এমনই ভাবনায় তৈরি হয়েছে জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ঈদের গান ‘নুনের ছিটা’।

‘নুনের ছিটা গানে সেই পুরোনো ক্রেজী আসিফ আকবরকে খুঁজে পাবে আমার ভক্তরা। কথা, সুর, সঙ্গীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি।’ নতুন গান ‘নুনের ছিটা’ নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন আসিফ আকবর।

‘নুনের ছিটা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজন করেছেন তরিক। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। ভিডিওতে আসিফ আকবরও থাকছেন।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে ইতোমধ্যে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আর্ন্তজাতিক সকল অ্যাপে।

সারাবাংলা/এজেডএস

আসিফ আকবর নুনের ছিটা