বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নীরব পড়েছেন এক মধুর যন্ত্রণায়। ঈদের মাত্র তিনদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এর মধ্য দিয়েই তাকে ঈদ করতে হচ্ছে।
তিনি বলেন, যখনই ‘অমানুষ’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হলো তখন থেকেই দেখলাম অনেকবার আমার আইডি হ্যাক করার চেষ্টা হচ্ছিল, আমি টের পাচ্ছিলাম। তারপরও পাত্তা দিই না। এরপর যখন ‘কসাই’-এর ট্রেলার যেদিন বের হলো (১১ মে), সেদিন রাত থেকে আমার আইডিতে ঢুকতে পারছি না।
নীরব জানান, তিনি ইতোমধ্যে তার ভেরিফাইড ফেসবুক পেইজটি উদ্ধার করতে পেরেছেন। তবে এখনও আইডি উদ্ধার করতে পারেননি।
তিনি বলেন, আইটি এক্সপার্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি পেয়ে যাবো।
এর আগে বেশ কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন নীরব। এর আগে লক্ষাধিক ফলোয়ারের একটি হারিয়েছেনও।
এদিকে নীরব ঈদ করার জন্য এবার রাজবাড়ীতে যেতে চেয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে শরীর খুব একটা ভালো না। তিনি বলেন, কোভিড টেস্ট করেছিলাম। যদিও রেজাল্ট নেগেটিভ এসেছে, কিন্তু শরীর খুবই দুর্বল। তাই আর বাড়িতে যাইনি।
ঈদের দিন মিরপুরের একটি মসজিদের নামাজ পড়েছেন। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। রাত ৮টায় লাইভে আসবেন আই থিয়েটারের ফেসবুক পেইজ থেকে। ওটিটি প্ল্যাটফর্মটি থেকে মুক্তি পাচ্ছে নীরব অভিনীত ছবি ‘কসাই’।