আশিকুর রহমান নির্মাণ করেছেন ঈদ নাটক ‘যদি আমি না থাকি’। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম রুবেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।
টার্ন কমিউনিকেশনসের প্রযোজনায় ‘যদি আমি না থাকি’ নাটকটিতে আরও আছেন মুনিরা মিঠু, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ, প্রিয়াম অর্চি, আরিয়া অরিত্রা, সমু চৌধুরী, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শেলী আহসান, মানস বন্দ্যোপাধ্যায়, প্রনব ঘোষ, সিকদার মুকিত, নুসরাত বুল্টি, সামিয়াল হাসান খান।
‘যদি আমি না থাকি’ নাটকটির গল্পে দেখা যাবে—যেদিন আমি চলে যাবো, ঠিক সেইদিন থেকে আমিহীন এই পৃথিবীটা কেমন হবে? এখন আমি যতটা আছি আমার চারপাশের সবকিছু জুড়ে, তখন এর কতটুকু থাকবো? আদৌ কী আমি থাকবো কোথাও, যখন আমি থাকবো না? মানুষের শোকের আয়ু আসলে কতদিন? এমন ভাবতে ভাবতে শহরের সফল ব্যবসায়ী সোবহান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অফিস থেকে দ্রুত হাসপাতালে নিলে ডাক্তার জানায় স্ট্রোক করেছেন তিনি। অপারেশন হয়। অবজারভেশন পিরিয়ডেই উনার অবস্থা ক্রিটিকাল হয়ে যায় এবং উনি মারা যান।
ওনার ভাবনার বাস্তব রূপ এরপর আমরা দেখতে পাই। তার ছেলে, মেয়ের জামাই, ভাইসহ অন্যান্য কাছের মানুষের অনেকেই শোকে না যতটুকু কাতর হয় তার চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে তার রেখে যাওয়া সম্পদের বন্টন নিয়ে। কে কী পাবে, কোথায় কী আছে? কোন সম্পদের নমিনি কে? একমাত্র তার স্ত্রী যে কিনা আজীবন তার সাথে খিটমিট করেছে সেই কেবল একটানা জায়নামাজে বসে প্রার্থনা করে চলেছে।
মৃত্যুর পর কি সোবহান সাহেব এসব দেখতে পাচ্ছেন? দেখতে পেলে কেমন লাগছে তার? এই অবস্থায় একটা চূড়ান্ত নাটকীয় ঘটনা ঘটে। আমাদের সামনে কল্পনাতীত এক পরিস্থিতি এসে হাজির হয়!
ঈদের দিন থেকে নাটকটি লাইভ টেকের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।