Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন’ ডরাই’র পর ফিরলেন অংশু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২১ ১৩:২৭

ঈদ উৎসবে টেলিভিশন পর্দায় ফিরেছেন ন’ডরাইখ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। চলচ্চিত্রটি নির্মাণের জন্য দেশে বিদেশে প্রশংসার পাশাপাশি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘ মহামারির ফেরে পড়ে বড়পর্দায় নতুন কোন গল্প নিয়ে হাজির হতে না পারলেও অবশেষে ফের নির্মাণে সক্রিয় হলেন তিনি। মেতে উঠেছেন নতুন কিছু গল্পের খেলায়।

ঈদ উপলক্ষে দীপ্ত টিভির সাত দিনের বিশেষ আয়োজন ‘গল্প গল্প খেলা’য় সাতটি টেলিভিশন ফিকশন নিয়ে হাজির হয়েছেন অংশু। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর।

বিজ্ঞাপন

সাকিব হাসান বাঁধনের চিত্রনাট্যে ঈদের প্রথম দিন প্রচারিত হয় ‘ইচিং বিচিং প্রাইভেট কোচিং’, দ্বিতীয় দিন ‘লাশে গেলাম ফেঁসে’, তৃতীয় দিন প্রচারিত হবে রুদ্র হকের চিত্রনাট্যে ‘জ্বীনের বিয়ে’ও চতুর্থ দিন ‘মিঞাও’এবং সাকিব হাসান বাঁধনের চিত্রনাট্যে ঈদের পঞ্চম দিন ‘বেঈমান পাখি’, ৬ষ্ঠ দিন ‘খাটাখাট’, ৭ম দিন ‘কিয়েক্টা অবস্থা’।

বিরতি ভেঙে ‘গল্প গল্প খেলা’ নিয়ে বলতে গিয়ে কিছুটা পেছনেই ফিরলেন তানিম রহমান অংশু। বললেন, “ন ডরাই একটা ফিচার ফিল্ম। একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নারী শক্তির একটা গল্প বলতে চেয়েছি। এটা এমন একটা গল্প যা বাংলাদেশের মানুষ আগে জানতো না, সে প্রেক্ষিতে এটা বাংলাদেশের চলচ্চিত্রে অবশ্যই নতুন কিছু যোগ করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই হোক অথবা ফিল্মের প্রতি ভালোবাসা থেকেই হোক আমি বাণিজ্যিক চিন্তা না করেই ন ডরাই নির্মাণ করেছি। তারজন্য যথাযথ সম্মান ও ভালোবাসাও পেয়েছি।”

বিজ্ঞাপন

“ন’ডরাইয়ের পর এক দেড় বছর করোনা মহামারিতে কিছুই করা হচ্ছিলো না। তাই ভাবলাম, একটু একটু করে কাজ শুরু করি। ছোট ছোট কিছু ব্যতিক্রমী গল্প যেগুলোতে সিরিয়াস নোটে কিছু বলবো না, একটু ফ্যান্টাসি থাকবে, একটু বার্তা থাকবে, অতিপ্রাকৃত কিছুও থাকবে আবার হাস্যরসও থাকবে। তেমন কিছু কাজ নিয়েই এ ‘গল্প গল্প খেলা’” -যোগ করেন অংশু।

চলচ্চিত্রগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, মিথিলা, তানজিন তিশা, মনোজ প্রামাণিক, লুৎফর রহমান জর্জ, তৌফিকুল হাসান নেহাল, সাদিকা স্বর্ণা, লোবা রহমান প্রমুখ। আলফা আই’র প্রযোজনায় টিএম প্রোডাকশানের নির্মাণে চলচ্চিত্রগুলো প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়। দীপ্ত টিভি ছাড়াও এগুলো প্রচারিত হচ্ছে ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপ-এ।

সারাবাংলা/এজেডএস

তানিম রহমান অংশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর