Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে মিশু সাব্বির ও চমকের হানিমুন


১৮ মে ২০২১ ১২:৩৩

ঈদ উপলক্ষে সেতু আরিফ-এর রচনা ও পরিচালনায় নির্মিত হলো একক নাটক ‘হানিমুন ইন লকডাউন’। অভিনয় করেছেন মিশু সাব্বির ও চমক। প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন (১৯ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

‘হানিমুন ইন লকডাউন’ নাটকের গল্পে দেখা যাবে, প্রেমিকা মুনমুনকে নিয়ে পালিয়ে খুলনা থেকে ঢাকায় আসে হাসনাত। আশ্রয় নেয় ব্যাচেলর কাজিন আনোয়ারের বাসায়। আনোয়ার ও তার রুমমেট জয়নাল পড়ে মহা বিপাকে। হাসনাতের পরিকল্পনা হলো, প্রথমে বিয়ে করা, তারপর সোজা কক্সবাজার গিয়ে হানিমুন করা। আনোয়ার আর জয়নাল মিলে কাজী ঠিক করে নিয়ে আসে। সন্ধ্যায় তাদের বিয়ে হয়ে যায়। পরদিন সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন। রাতে বাসর ঘরে ঢুকতেই দরজার কড়া নাড়ে আনোয়ার। অত্যন্ত দুঃখের সাথে জানায়, আগামীকাল থেকে সাত দিনের জন্য লকডাউন। খুব মন খারাপ হয় হাসনাতের। মুনমুন রীতিমত কেঁদে বুক ভাসায়। উপায় না দেখে বাসাতেই হানিমুন করার প্ল্যান করে তারা। বাসার ভেতরেই কক্সবাজারের আবহ তৈরি করা হবে। শুরু হয় নতুন গল্প।

ঈদ নাটক চমক মাছরাঙা টেলিভিশন মিশু সাব্বির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর