বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গান
১৮ মে ২০২১ ১৭:৪০
পরিবার প্রিয়জন হারানো বাংলাদেশে বর্ণনাতীত ভাঙ্গা বুকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে আসেন ১৭ মে ১৯৮১ সালে। দিনটি বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের স্মারক। অধিকার হারানো জনগণের আশা আকাঙ্খার পূনরূজ্জীবন ঘটতে থাকে এ দিন থেকে। পাহাড়সমান ব্যথাভার আর সমুদ্রসমান অশ্রু সামলে তিনি হাল ধরেন দুঃখিনী বাংলার। পিতার আশীর্বাদ বিছানো পথে তিনি এগিয়ে চলেছেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে।
তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘তোমার স্বদেশ ফেরা’ নামে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন ইফতিয়ার মাহমুদ সাজিদ। গানের কথা ও সুর করেছেন কৃষিবিদ ড. কাজী আফজাল হোসেন।
গানের কথাগুলো নিম্নরূপ:
ঘরে ফেরা সবার কাছে আনন্দ রঙ্গিন
তোমার স্বদেশ ফেরা ছিলো অন্যরকম দিন
মা ছিলোনা তোমার পাতে তুলে দিবে ভাত
বাপ ছিলোনা তোমার মাথায় দেয় বুলিয়ে হাত
অধিক শোকে পাথর হয়ে ছিলো মেঘের জল
আকাশ থেকে বৃষ্টি সেদিন নামলো অনর্গল
প্রার্থনাতে ভিজলো ভাঙ্গাবুকের জমিন।।
ভাই ছিলোনা সাহস দেবার, এতিম জনগণ
চোখের জলে করলো বরণ তোমার আগমন
যেই বাড়িটা বাংলাদেশের অন্তরের অন্তর
তোমার ফেরা সেই ঠিকানা কারবালা প্রান্তর
শপথ ছিলো দুখীবাংলার শোধ করিতে ঋণ।।
সারাবাংলা/এজেডএস