Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপস্থাপকদের ‘ঈদ আড্ডা’


১৯ মে ২০২১ ১৪:০২

ঈদ উপলক্ষে নির্মিত হলো বর্তমান প্রজন্মের জনপ্রিয় ৫ উপস্থাপক নিয়ে বিশেষ আয়োজন সেলিব্রেটি টক শো ‘ঈদ আড্ডা’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন নীল হুরের জাহান, শ্রাবণ্য তৌহিদা, মৌসুমি মৌ এবং রুহানি লাবন্য।

সেলিব্রেটি টক শো ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান দিক, কর্মজীবনের কিছু বিশেষ মুহুর্ত ও ঈদের ব্যস্ততা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা উপস্থাপনার বাইরে নীল হুরের জাহানকে গান করতে দেখবেন, রুহানি লাবন্যকে দেখবেন আবৃত্তিকার হিসেবে, মৌসুমি মৌ এর মুকাভিনয় ও শ্রাবণ্য তৌহিদার কাছ থেকে দেখবেন ক্রিকেট কমেন্ট্রি।

সোহাগ মাসুদের প্রযোজনায় সেলিব্রেটি টক শো ‘ঈদ আড্ডা’ প্রচারিত হবে ঈদের ৭ম দিন (২০ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে আরটিভিতে।

আরটিভি ঈদ আড্ডা উপস্থাপকদের ‘ঈদ আড্ডা’ নীল হুরের জাহান মৌসুমি মৌ রুহানি লাবন্য শান্তা জাহান শ্রাবণ্য তৌহিদা