Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমের ‘অদৃশ্যপট’-এ মম


২৪ মে ২০২১ ১৫:৩২

রিদওয়ান- একজন সিজনোফ্রেনিয়া পেশেন্ট। কিন্তু তাকে দেখলেই সেটা বোঝা যায়না। রিদওয়ান তার কল্পনার মেয়েটিকে আঁকে। তুলির শেষ আঁচড় দিয়ে ছবিটায় গভীর মনযোগে তাকায়। ছবি থেকে বেরিয়ে আসে ছবির মানুষটা। অদ্ভুত মুগ্ধতা নিয়ে সে প্রশ্ন করে, কি দেখছো অমন করে! তোমাকে, বলে রিদওয়ান। ছবিটায় হাত রেখে মেয়েটি বলে, আমার কি নাম দেবে ভাবলে! অদৃশ্যে তাকিয়ে রিদওয়ান উত্তর দেয়, অদৃশ্যা। তুমি অদৃশ্যে ছিলে, আমার চৈতন্যে, কল্পনা জুড়ে। আজ তুলির আঁচড়ে তোমায় রূপ দিয়েছি।

বিজ্ঞাপন

এমনই গল্পে নির্মিত হলো একক নাটক ‘অদৃশ্যপট’। মাসুম মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন এফ এস নাঈম, জাকিয়া বারী মম, এজাজ বারী, জেরিন কাশফি, রাজকুমার, ফারহানা প্রিয়া, বাশার বাপ্পী প্রমূখ। প্রচারিত হবে আজ (সোমবার) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।

একক নাটক ‘অদৃশ্যপট’ এজাজ বারী এনটিভি এফ এস নাঈম জাকিয়া বারী মম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর