Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যানসীর নতুন গান ‘শুকনো মোমবাতি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ মে ২০২১ ১৭:৫৭

প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির নতুন গান ‘শুকনো মোমবাতি’। ‘আমার শুকনো মোমবাতি মেটাক তোমার ধার দেনা, আমার অন্ধ ঝাড়বাতি দেখাক তুমি কার চেনা’-এমন কথা ও সুরের গানটি সৃষ্টি করেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। ন্যানসীর কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা।

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, “গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় দর্শক শ্রোতাদের মাঝে গানটি বেশ ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, ন্যানসীর অনবদ্য কণ্ঠশৈলীতে গানটি শ্রোতাদের দারুণ স্পর্শ করবে বলে আশা করছি।”

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী ন্যানসী বলেন, “বেশ ভালো লেগেছে গানটি করতে পেরে, ব্যতিক্রমধর্মী একটা আমেজ আছে এর সুরে ও কথায় যা অনেকটাই আলাদা ধাঁচের৷ কবি ও গীতিকার পলিনের জন্যে শুভ কামনা রইলো।”

গানের কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়ণও করেছেন পলিন কাউসার।

তিনি বলেন, “আমি আমার গানকে একটি ম্যাডিটেটিভ প্যাটার্নে করার চেষ্টা করি, যেন মানুষ তার নিজস্ব একটি রিদমের সাথে একে মেশাতে পারে খুব সহজেই। গান আমার কাছে কেবল কথা ও সুরের সহজ কোনো সিম্ফনি নয় বরং তার চাইতে বেশী কিছু যা হয়তো একটি মিউজিক্যাল সায়েন্স। ন্যানসী আপুর গায়কী ও রাজন দা’র সঙ্গীতায়োজনে গানটি প্রাণ পেয়েছে।”

গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মিউজিক কোম্পানি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

ন্যানসি শুকনো মোমবাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর