Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ-সালমান-আমিরের তুলনায় নিজে অনেকটা পিছিয়ে, বললেন সাইফ


২৪ মে ২০২১ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ইন্ডাস্ট্রিতে তিন দশক ধরে রাজত্ব করছেন তিন খান- শাহরুখ, সালমান ও আমির। বলতে গেলে বলিউডের ‘খান’ বলতে বোঝায় তিন খানকেই। কিন্তু শাহরুখ খানের সমসাময়িক ১৯৯৩ সালে পরম্পরা ছবির সঙ্গে ডেব্যিউ করেছিলেন আরেক খান- শর্মিলা পুত্র সাইফ আলী খান। শাহরুখের ‘দিওয়ানা’ রিলিজের মাসখানেকের মধ্যেই। তবে সাফল্যের নিরিখে তিন খানের তুলনায় অনেকটাই পিছিয়ে বলিউডের অপর এই খান- সাইফ। আর সেটা মেনেও নিয়েছেন তিনি।

শাহরুখ খান

শাহরুখ খান

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা মেনে নিয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খান জানান, শাহরুখ- সালমান-আমিরের চেয়ে কম সফল হওয়াটা তার কাছে অনেকটা ‘শাপে বর’। সাইফ জানান, অপেক্ষাকৃত কম সফল হওয়াটা তার জন্য ‘দারুণ ভালো একটা বিষয়’। সাইফ বলেন, ‘আমাকে মানতেই হবে, ওরা তিনজন- শাহরুখ, সালমান, আমির জন্মেছেই অভিনেতা হতে। ওটা ওদের ছোটবেলার লক্ষ্য, দুজনের জন্য এই কথাটা একদম সত্যি তা আমি নিজেই হলপ করে বলতে পারি। সালমানের জন্য প্রযোজ্য কিনা সঠিক জানি না, তবে ওর সাফল্য দেখে মনে হয়, সেও অভিনেতা হওয়ার জন্যই এসেছে। আমি যখন ছবির দুনিয়ায় এলাম, তখন লক্ষ্য স্থির করতে হবে সুপারস্টার হতে গেলে, আর না হলে মাথা ঘামিয়ে লাভ নেই। সেই সময় ভিন্ন রকমের চরিত্র এক্সপেরিমেন্টের এমন সুযোগ বেশি ছিল না, যা আজ রয়েছে।’

বিজ্ঞাপন
সালমান খান

সালমান খান

ওই সাক্ষাৎকারে সাইফ কেন বিভিন্ন ধরণের ছবি নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন সেকথাও জানান। অভিনেতা বলেন, অভিনয়কে শেখবার জন্য এবং বোঝার জন্যই তিনি এমনটা করেছেন। আজ তিনি কিছুটা হলেও অভিনয়টা ভালোভাবে বুঝতে শিখেছেন। সকলকে তিনি আশা ধরে রাখতে উপদেশ দেন। ‘কোনও নির্দিষ্ট পথ নেই, গতে বাঁধা ফর্মুলা নেই সফল হতে গেলে’ জানিয়ে সাইফ বলেন, ‘এখন তো সিনেমাও পালটে গেছে। আমাকে এখন অনেক বেশি জটিল চরিত্রে অফার করা হয়। একটা সুন্দর ও সুস্থ জীবনশৈলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সাবলীলভাবে বাঁচার রসদ জোগাবে- সেটা আজ সম্ভব।’

আমির খান

আমির খান

বলিউডে সফল কেরিয়ার তৈরিতে অক্ষয় তাকে সাহায্য করেছেন, অকপটে জানান সাইফ। ‘মেঁয় খিলাড়ি তু আনারি’, ‘ইয়ে দিললাগি’, ‘টাশান’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছে এই জুটি।

সাইফকে শেষ দেখা গিয়েছে আমাজন প্রাইমের বহু বিতর্কিত ওয়েব সিরিজ ‘তান্ডব’-এ। মাস কয়েক আগেই চতুর্থবার বাবা হয়েছেন ৫০ বছরে পা দেওয়া এই অভিনেতা। বর্তমানে সাইফের হাতে রয়েছে- ‘বান্টি অউর বাবলি টু’, ‘ভূত পুলিশ’, ‘আদিপুরুষ’-এর মতো প্রোজেক্ট।

আমির খান বলিউড অভিনেতা শাহরুখ খান সাইফ আলী খান সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর