নজরুলজয়ন্তীতে ছায়ানটের ‘শান্তির জয় হোক’
২৪ মে ২০২১ ২০:১৫
১১ই জ্যৈষ্ঠ- বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা জাতীয় কবির এবছর ১২২তম জন্তজয়ন্তী। কবির জন্মজয়ন্তীকে ঘিরে নানা আয়োজন থাকলেও এবার করোনার ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। তবে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ নজরুলজয়ন্তী উদযাপন করবে ভার্চ্যুয়ালি।
এবারের নজরুলজয়ন্তীতে ছায়ানটের নিবেদন ‘শান্তির জয় হোক’। নজরুলের মানবতা, স্বদেশ ও উদ্দীপনামূলক গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ জ্যৈষ্ঠ ১৪২৮, ২৫ মে ২০২১, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ফেসবুক গ্রুপ facebook.com/groups/chhayanaut ও ইউটিউব চ্যানেল youtube.com/ChhayanautDigitalPlatform -এ।