‘জান্নাত’ টপকে গেল সেন্সর বোর্ড
২৭ মার্চ ২০১৮ ১২:১১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
কোনো কাচি ছুড়ির আঘাত ছাড়াই রেহাই পেলো ‘জান্নাত’। টপকে গেলো সেন্সর বোর্ড। রোববার (২৫ মার্চ) ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। তারা সিনেমাটির প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পরিচালক।
২৭ এপ্রিল ছবিটি মুক্তি দেয়ার প্রাথমিক পরিকল্পনা করছেন পরিচালক ও প্রযোজক। ছবিতে অভিনয় করেছেন ‘পোড়াপন’ খ্যাত জুটি সাইমন-মাহি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
সিনেমার পোস্টারে অভিনয়শিল্পীদের ধর্মীয় চেহারায় দেখা গেলেও সিনেমাটি মূলত ভালোবাসার। পরিচালক বলেন, ‘জান্নাতকে কোনো ঘরানায় ফেলতে চাই না। তবে বোঝার সুবিধার জন্য ছবিটিকে সমসাময়ীক প্রেক্ষাপটের প্রেমের সিনেমা বলা যেতে পারে।’
ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। সুদীপ্ত সাইদ খানের কাহিনীতে চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এসএস মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ‘জান্নাত’ ছবিটি।
সারাবাংলা/পিএ