Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবার সৌভিক বিয়ে করছেন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ মে ২০২১ ১৪:৫৯

জনপ্রিয় ইউটিউব তারকা সৌভিক আহমে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। নিজেই তার ফেসবুক আইডিতে খবরটি জানিয়েছেন।

ফেসবুকে হবু স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে জানান, হবু স্ত্রীর নাম শিয়ানা শাবা।

সৌভিক লিখেন, ‘ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। শিয়ানা সাবার সঙ্গে পরিচিত হয়ে নিন। তার সঙ্গে জীবনের মতো বাঁধা পড়তে চলেছি। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিক শুনেছেন।’

তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই ইউটিউবার। জানা গেছে, সৌভিকের স্ত্রী শিয়ানা সাবা ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রসঙ্গত, ইউটিউবের মাধ্যমে উঠে আসা সৌভিক নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে

তরুণ দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন।

সৌভিক আহমেদ এবং অভিনেতা-ইউটিউবার সৌমিক আহমেদ জমজ দুই ভাই। গত বছর ফাতেমা তুজ জোহরার সঙ্গে ঘর বাঁধেন সৌমিক।

সারাবাংলা/এজেডএস

বিয়ে সৌভিক আহমেদ