Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুহিনকে ছাড়া শিরোনাহীনের প্রথম গান


২৬ নভেম্বর ২০১৭ ১৪:০৩

বিনোদন রিপোর্ট

শিরোনামহীন এবং তানজির তুহিন- এই দুটি নাম একসময় একে অপরের পরিপূরক ছিল। তবে দলটির অন্য সদস্যদের ওপর অভিমান করে গত ৬ অক্টোবর ব্যান্ড থেকে সরে দাঁড়ান তুহিন। এর কিছুদিন পর ইউটিউবে একটি সিঙ্গেল প্রকাশ করেন তিনি। শিরোনামহীনকে ছেড়ে তুহিন কতটা মলিন তা প্রকাশ পায় সেই গানে। শ্রোতারাও খুব একটা গ্রহণ করেনি গানটিকে। এরপর দেখার অপেক্ষা ছিল তুহিনকে ছাড়া কতদূর যায় শিরোনামহীন!

তুহিন দল ছাড়ার পর এই প্রথম নতুন গান তৈরি করেছে শিরোনামহীন। গানগুলোর শিরোনাম ‘বোহেমিয়ান’, ‘জাদুকর’ ও ‘বারুদসমুদ্র’। তিনটি গানের দৃশ্য ধারণের কাজও শেষ হয়েছে।

তুহিনকে ছাড়া গান তৈরি করতে কেমন লেগেছে? সারাবাংলার এমন প্রশ্নের জবাবে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘বিউটিফুল এক্সপেরিয়েন্স, (একটু থেমে) বিউটিফুল না আসলে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, তবে ক্রিয়েটিভ সেশনটাতে আমরা তুহিনকে কখনোই পাই নাই। যেহেতু গান নির্মাণের ক্ষেত্রে ক্রিয়েটিভ সেশনটাতেই কাজ হয়, ওই জায়গায় আমরা তুহিনকে মিস করি নাই। তবে ভয়েস নেয়ার সময় তুহিনের কণ্ঠস্বর মিস করেছি।’

তুহিনের কণ্ঠস্বর মিস করলেও ব্যান্ডের নতুন ভোকাল ইশতিয়াককে নিয়ে দারুণ উচ্ছসিত জিয়া। তিনি বলেন, ‘ইশতিয়াক আমাদের সঙ্গে চমৎকার ভাবে কাজ করেছে। প্রতিটা সেশনে সে খুব পরিশ্রম করেছে। আমরা তিনটা স্টুডিওতে একযোগে কাজ করেছি। খুব চাপ নিয়ে কাজ করেছি। এই সময়টাতে সেও আমাদের সঙ্গে সমান ভাবে চাপ নিয়ে কাজ করেছে।’

গান তিনটি প্রকাশ প্রসঙ্গে তিনি জানান, আগামী ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ‘জাদুকর’ গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। এরপর ডিসেম্বর মাসের শেষ দিক থেকে আবার নিয়মিত কনসার্টে গান করবে শিরোনামহীন। দলটির পক্ষ থেকে প্রতি মাসে অন্তত একটি নতুন গান মিউজিক ভিডিওসহ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গানগুলো নিয়েই নিজেদের পরবর্তী অ্যালবাম প্রকাশ করবে দলটি।

প্রসঙ্গত, ‘শিরোনামহীন’ এর নতুন গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। ঢাকার অদূরে কয়েকটি লোকেশনে গানগুলোর দৃশ্যায়ন করা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭

এটি/

শিরোনামহীন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর