Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজরঙ্গি ভাইজানের মুন্নি এখন…

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ জুন ২০২১ ২০:৩৩

সালমন খানের ছোট্ট নায়িকা মুন্নি-কে মনে আছে তো। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির মুন্নি। কোটি দর্শকের হৃদয় কেড়েছিল যে ছোট এ অভিনেত্রী। সেদিনের মুন্নি এখন আর বাচ্চাটি আর নেই। এখন সে ১৩ বছর বয়সে পা রেখেছে। তার জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 কৈশোরে পা রাখা মুন্নির আসল নাম হর্ষালি মালহোত্রা। ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের ছবি পোস্ট করেছে হর্ষালি নিজেই। লিখেছেন- সেলিব্রেশন। ১৩ বছরে পা রাখল মুন্নি।

বিজ্ঞাপন

২০১৫ সালে ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি মুক্তি পায়। ছবিতে হর্ষালি, সালমানের পাশাপাশি ছিল কারিনা কাপুর। আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।

ইনস্টাগ্রামে জন্মদিনের কেকের ছবি পোস্ট করে লিখলেন- অফিসিয়ালি টিনেজার। এমনকী ছবির সঙ্গে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হর্ষালি।

সারাবাংলা/এজেডএস

মুন্নি হর্ষালি মালহোত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর