নীতিমালা নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বসতে চান বিজ্ঞাপন নির্মাতারা
৭ জুন ২০২১ ১৯:৫৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন নির্মাণে বিদেশি শিল্পী নিয়ে কাজ করার ব্যাপারে এক সংশোধনী নীতিমালা জারি করেছে। এ নীতিমালা অনুযায়ী বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন বানাতে হলে ২ লাখ ফি দিতে হবে সকল ভ্যাট ও ট্যাক্স ছাড়া। এছাড়া বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচার করতে হলে সংশ্লিষ্ট চ্যানেলকে ২০ হাজার টাকা ফি দিতে এককালীন। আর এ নীতিমালা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বসতে চান বিজ্ঞাপন নির্মাতা ও প্রযোজকরা।
বিজ্ঞাপন নির্মাতা ও প্রযোজকদের দুই সংগঠন অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাডভার্টাইজিং প্রডিউসার্সের নেতারা এমনটাই জানিয়েছেন সারাবাংলাকে।
বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘বিদেশি শিল্পীদের যে ফি দেওয়ার কথা বলা হয়েছে নীতিমালায় তা কে দিবে—ক্লায়েন্ট নাকি শিল্পী? ধরেন, কোরিয়ান এক লোককে এনে শুটিং করলাম, কিন্তু সেটা কোথাও চালালাম না, তখন টাকাটা কে দেবে? নীতিমালায় তা পরিষ্কার করা হয়নি। এটার প্রক্রিয়াটা কী? সব মিলিয়ে নীতিমালার আরও কিছু বিষয় অস্পষ্ট। যেগুলো নিয়ে আমাদের মন্ত্রীর সঙ্গে বসা উচিত।’
অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশনের (অ্যাডফা) সভাপতি নির্মাতা আদনান আল রাজীব বলছেন, পাশাপাশি বিদেশি মডেলদের দেশে আনার বিষয়ে অনুমতির বিষয়টি আরও দ্রুত ও সহজতর করার বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা।
সারাবাংলা/এজেডএস