লিংকিন পার্ক ছাড়া শিনোডার প্রথম শো
২৮ মার্চ ২০১৮ ১৩:৪১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্ক। রক গানে যারা মাতিয়ে রেখেছিল গোটা দুনিয়া। কিন্তু হঠাৎ করেই এলোমেলো হয়ে গেল সব। ২০১৭ সালের ২০ জুলাই, তাবৎ সংগীত প্রেমীদের স্তম্ভিত করে দিয়ে না ফেরার দেশে চলে যান ব্যান্ডের ভোকাল চেস্টার বেনিংটন।
এরপর থেকে প্রায় থেমেই গেছে ব্যান্ডের সব কার্যক্রম। মূলত ব্যান্ডের সদস্যরা ভেঙে পড়েছেন। তবে এই শোককে শক্তিকে পরিণত করে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ব্যান্ডর র্যাপ গায়ক মাইক শিনোডা।
I will be playing #IdentityLA2018 on May 12th. *Free* show at Grand Park in downtown LA to celebrate Asian Pacific American Heritage Month.
Details: https://t.co/MoP7FC3Z83#PostTraumaticTour pic.twitter.com/9QoLAjW1YT
— Mike Shinoda (@mikeshinoda) March 26, 2018
প্রথমবার ব্যান্ডের বাইরে এসে পরিবেশনা করবেন তিনি। তাও আবার একক পরিবেশনা। চেস্টার বেনিংটন চলে যাওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম পরিবেশনা।
জানুয়ারিতে প্রয়াত চেস্টারকে উৎস্বর্গ করে একটি মিউজিক্যাল ট্র্যাক প্রকাশ করেন মাইক। আর তারপর থেকেই নিজের একক অ্যালবামের কাজ শুরু করেন তিনি।
সম্প্রতি মাইক শিনোডা নিশ্চিত করেছেন তার একক পরিবেশনার ব্যাপারে। ১২ মে তার এই কনসার্ট অনুষ্ঠিত হবে লস এঞ্জেলসের গ্র্যান্ড পার্কে।
সারাবাংলা/পিএ/টিএস