Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ মাস পর সেন্সর পেলো ‘নবাব এলএলবি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুন ২০২১ ১৫:৩০

মধ্য জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়েছিল ‘নবাব এলএলবি’। গেল ১৯ জানুয়ারি ছবিটি বোর্ড সদস্যরা দেখেও। কিন্তু নানা চড়াই উত্তরায় ফেরিয়ে সেন্সর ছাড়পত্র পেতে পাঁচ মাস লেগে গেল। অবশেষে বৃহস্পতিবার ছবিটিকে ছাড়পত্র দিতে সম্মত হয়েছে বোর্ড।

সেন্সর বোর্ডের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, আগেরবার কিছু সংশোধন দিয়েছিল বোর্ড। সেগুলো ঠিক করে পুনরায় জমা দেন ‘নবাব এলএলবি’র প্রযোজক। পুনরায় ছবিটি দেখার পর সেন্সর বোর্ড সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দিয়েছে এবং সেন্সর সনদ দেয়া হয়েছে। হয়তো রবিবারের মধ্যে প্রযোজক বরাবর সনদ পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

ছবিটি আগামী ঈদে মুক্তির পরিকল্পনা করছেন এর পরিচালক অনন্য মামুন।

সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটি গত ১৬ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই ভাগে আই থিয়েটার নামক একটি অ্যাপে মুক্তি দেওয়া হয়। একটি দৃশ্যে ধর্ষণের শিকার একজন নারী মামলা করতে গেলে পুলিশের নানান প্রশ্নবানের মুখে পড়েন।  ২৫ ডিসেম্বর সে দৃশ্যটিকে অশ্লীল এবং পুলিশের সম্মানহানী করা হয়েছে এ অভিযোগে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে পর্ণোগ্রাফি আইনে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গত ১১ জানুয়ারি তারা জামিন পান।

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।

সারাবাংলা/এজেডএস

নবাব এলএলবি মাহিয়া মাহি শাকিব খান সেন্সর ছাড়পত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর