Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিরে এসো আমার কাছে’, সুশান্ত স্মরণে রিয়া


১৪ জুন ২০২১ ১৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে ঠিক এক বছর আগে- ২০২০-এর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে। আর সেই ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে শোরগোল পুরো ইন্ডাস্ট্রিতে। একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্তের এই আকস্মিক মৃত্যুর কারণে বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিয়েছে একের পর এক বিতর্ক। অধিকাংশই হচ্ছে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। আর সেই রহস্য ভেদ মাঠে নেমেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’। কিন্তু এখনো অবধি এই নিয়ে কোন সমাধানের কথা জানায়নি ‘সিবিআই’। কিন্তু থেমে নেই এই মৃত্যু রহস্য নিয়ে আলোচনা, বিতর্ক আর অভিযোগ। আর যাকে ঘিরে সবচেয়ে বেশী আলোচনা ও অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তিনি বাঙালি কন্যা রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রেমিকা!

বিজ্ঞাপন
সুশান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ার পোস্ট

সুশান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ার পোস্ট

তদন্ত চলাকালীন উঠে এসেছিল প্রয়াত তারকার প্রাক্তনী তথা বলি-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। ২৮দিন বাইকুল্লা জেলে থাকার পর বর্তমানে বম্বে হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায়ই বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাকে। দীর্ঘসময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর, আন্তর্জাতিক নারী দিবসে কামব্যাক করেন অভিনেত্রী। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত মামলায় নাম জড়ানোর পর গত একবছর ধরে বলিউড থেকে দূরে রিয়া। তাছাড়া নেটদুনিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েছেন রিয়া। এবার সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন রিয়া।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্তের সঙ্গে তার হাসিখুশি মেজাজের একটি ছবি পোস্ট করে সুশান্তকে তার জীবনের ‘রক্ষাকর্তা’ বলে সম্বোধন করেন। সেই পোস্টে রিয়া লেখেন, আজও যখন সুশান্তের কথা মনে পড়ে, বড্ড কষ্ট হয় তার। সুশান্ত যে আর নেই একথা এক মুহূর্তেরও জন্যও বিশ্বাস করতে রাজি নন তিনি। অভিনেত্রী লিখেছেন, “কথায় বলে সময় নাকি সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু তুমিই যে আমার ‘সময়’ এবং ‘সবকিছু’- দুইই ছিলে। আমার কেন জানি খুব মনে হয় মেঘের উপর থেকে তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো তুমি। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো।”

সুশান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ার পোস্ট

সুশান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ার পোস্ট

ওই শোকবার্তায় সুশান্তের প্রাক্তন প্রেমিকা আরও লিখলেন, ‘আমি প্রতিদিন অপেক্ষা করি আবার একবার তোমার দেখা পাওয়ার জন্য। কারণ আমার বিশ্বাস তুমি আমার আশেপাশেই রয়েছো সবসময়। কিন্তু যখন বুঝি তা আর হবে না, অদ্ভুত একটা কস্ট হয় আমার। তারপরেই আমার কানে আজও বাজে আমাকে একসময় বলা তোমার কিছু কথা, যা আজও প্রতিমুহূর্তে শক্তি জোগায় আমাকে।’

তার ‘বেবু’ এবং ‘পুটপুট’-এর উদ্দেশে রিয়া আরও লেখেন যে ‘সে’ ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন তার কাছে। সুশান্তকে রোজ মালপোয়া খাওয়াতে এবং পৃথিবীর কোয়ান্টাম ফিজিক্সের ওপর লেখা সব বই দিয়ে উঠতে পারেননি, তার আফসোস আজও যায়নি রিয়ার। বার্তার শেষে সুশান্তের উদ্দেশে ‘ফিরে এসো আমার কাছে’ বলতে ভোলেননি এইমুহূর্তে সম্ভবত বলিউডে চর্চিত অন্যতম এই অভিনেত্রী।

রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত সুশান্ত স্মরণে রিয়া