পরীমণির পাশে থাকার অঙ্গীকার শিল্পী সমিতির
১৫ জুন ২০২১ ১৩:১৪
ঢাকা বোট ক্লাবে সম্প্রতি নির্যাতন শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি এ ঘটনায় রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চান। একইদিন রাতে তিনি সংবাদ সম্মেলন করেন ঘটনাটি নিয়ে। সোমবার (১৪ জুন) তিনি সাভার থানায় মামলা করেন। তার মামলায় পুলিশ আসামী অমি, নাসিরসহ ৩ জন নারীকে গ্রেফতার করে।
এ যখন অবস্থা ছিল তখন সবাই জানতে চাচ্ছিলো এ ঘটনায় চলচ্চিত্র শিল্পী সমিতির অবস্থান কী? অবশেষে সোমবার রাতে সমিতি আনুষ্ঠানিকভাবে পরীমণির পাশে থাকার কথা জানিয়েছে।
তারা অফিসিয়াল প্যাডে এক চিঠিতে জানায়, ‘সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতিমধ্যেই মামলা রুজু হয়ে গেছে এবং কিছু আসামী গ্রেপ্তার হয়েছে। উক্ত মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমণির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।’
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান পরীমণির ঘটনা নিয়ে বলেন, ‘গত বৃহস্পতিবার (১১ জুন) সে সমিতিতে এসেছিল। তখন সে আইজিপি স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, আজকে (বৃহস্পতিবার) রাত ১০টার বেশি হয়ে গেছে। স্যার তো বাসায় চলে গেছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি, আমি চেষ্টা করবো রবিবার একটা অ্যাপয়েনমেন্ট নিয়ে দেওয়ার। রবিবার আমি জানতে পারি উনি রাজশাহীতে। আমি পরীকে তা জানাইও। কিন্তু সে আমাদেরকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলো। আমরা থাকলে হয়তো আরও ভালোভাবে সাহায্য করতে পারতাম। যাই হোক আমরা তার পাশে রয়েছি।’
সারাবাংলা/এজেডএস