Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে শাকিব খানের চ্যানেল


২৮ মার্চ ২০১৮ ২০:৩৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৪:০৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অন্তর্জালে শাকিব খান মানেই ভাইরাল। অনলাইন দুনিয়ায় সরব ছিলেন আগে থেকেই। এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা। ইউটিউবে প্রকাশ পেল শাকিব খানের অফিসিয়াল চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’।

বুধবার (২৮ মার্চ) ঢাকাই সিনেমার এই সুপারস্টারের জন্মদিন। এ উপলক্ষ্যে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেন শাকিব খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রেক্ষাগৃহ ও টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন বিনোদনের বড় একটি মাধ্যম। এখান থেকেও উপার্জন করা সম্ভব। আর শুধু তাই নয়, অনেক সময় ভুল তথ্য দিয়ে শিল্পীকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চান অনেকে। সে ক্ষেত্রেও শিল্পীর আসল কথাগুলো এই মাধ্যম থেকে প্রকাশ করা সম্ভব।’

‘শাকিব খান অফিসিয়াল’ থেকে প্রকাশ করা হবে শাকিব অভিনীত সিনেমার ভিডিও, গান, ট্রেইলার, বিহাইন্ড দ্য সিনসহ বিভিন্ন প্রচার মূলক ভিডিও।

অনুষ্ঠানে শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস নিয়েও কথা বলেন। তিনি জানান প্রযোজনায় ফিরবে তার প্রতিষ্ঠান। শুধু দেশে নয় এবার কলকাতাতেও বিনিয়োগ করবেন তিনি।

কথায় কথায় জন্মদিনে ভক্তদের কথাও স্মরণ করেন তিনি। স্বীকার করেন ভক্তদের কারণেই তিনি সুপারস্টার।

আলোচনা শেষে তিনি জন্মদিনের কেক কাটেন। বঙ্গ প্ল্যাটফর্ম থেকে চালু হয়েছে শাকিব খানের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর