‘শাটল ট্রেন’ বলবে চবি’র গল্প
২৯ মার্চ ২০১৮ ১৫:০১ | আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৫:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো অবশ্যই, দেশের অনেকেই জানেন চবি’র শাটল ট্রেনের কথা। চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম ও ঐতিহ্যবাহী বিশেষ ট্রেন এটি। প্রতিদিন প্রায় ষোল হাজার ছাত্র-ছাত্রী যাতায়াত করে ‘শাটল ট্রেনে’।
এই ট্রেনে যাতায়াত করতে করতে ছাত্র-ছাত্রীদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, কখনো এটি গড়ায় প্রণয়ে। এখানেই ভাগাভাগি হয় জীবনের সংকটের কথা, হয় সমাধান।
এসব বিষয়ের সঙ্গে শাটল ট্রেনের অন্যতম আকর্ষনীয় ব্যাপারটি হলো এর গান। বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথে অনেকেই গান করেন। এই ট্রেন ভ্রমণে তৈরি হয় মৌলিক অনেক গান।
এসব ঘটনাগুলোর ভেতরের আরও কিছু গল্প, সম্পর্ক, গানের দৃশ্যকাব্যে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘শাটল ট্রেন’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও রূপ বৈচিত্র উঠে আসবে এই সিনেমায়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী মোহছেনা ঝর্ণার গল্প ‘বহে সমান্তরাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রদীপ ঘোষ।
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত কেঁটেছে আমার। অনেক আবেগ, গল্প ও ঘটনা জড়িয়ে আছে এখানে। ক্যাম্পাসে তো অবশ্যই, ট্রেনের সঙ্গেও অনেক স্মৃতি আমার, আমাদের। সেই অনুভূতিগুলোকে দৃশ্যে মিশিয়ে কাজ করছি।’ জানালেন প্রদীপ ঘোষ।
সিনেমাটি নির্মিত হচ্ছে গণ-অর্থায়ণে। এখন পর্যন্ত ১৬ জন বেশ কিছু করে অর্থ দিয়েছেন এই সিনেমা নির্মাণের জন্য। সংস্থান হয়েছে লাখ খানেক টাকার। যারা টাকা দিয়েছেন, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র।
পরিচালক প্রদীপ ঘোষ আরও বলেন, ‘সিনেমায় প্রেম তো থাকছেই। তবে তার সঙ্গে ছাত্র-ছাত্রীদের আরও অনেক বিষয়ই উঠে আসবে সিনেমায়। কিছু চরিত্রের পাঁচ বছরের একটা যাত্রা উঠে আসবে সিনেমায়। এর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা যে কত সুন্দর সেটিও দেখাতে চাই।’
সিনেমায় অভিনয় করা সবাই নতুন, অনেকেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, অনেকে সাবেক। তাদের মধ্যে রয়েছেন থিয়েটার কর্মীও।
আসছে বর্ষা ঋতুতে শুরু হবে শুটিং, শরৎ ঋতুতে শুটিং করতে পারলেই শেষ হবে সিনেমার কাজ।
সারাবাংলা/পিএ/টিএস