Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ছবি পরিচালনায় কবি ও ঔপন্যাসিক শ্রীজাত


২৭ জুন ২০২১ ১২:০৫

একাধারে তিনি কবি ও ঔপন্যাসিক। এবার তিনি নতুন আরেক পরিচয়ে পরিচিত হতে চলেছেন। কবি, ঔপন্যাসিকের পাশাপাশি এবার পরিচালকের আসনে বসতে চলেছেন ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক শ্রীজাত। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘জাতিস্মর’ ছবি খ্যাত প্রযোজক রানা সরকার।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, আপাতত শ্রীজাতর প্রথম ছবির নাম রাখা হয়েছে ‘মানবজমিন’। তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের সঙ্গে সমনামী হলেও এই ছবির গল্পের সঙ্গে ওই উপন্যাসের কোনও মিল নেই, দাবি স্বয়ং শ্রীজাতর। জানা গেছে, ছবিতে সুরকারের দায়িত্ব সামলাবেন জয় সরকার। গানও বাঁধবেন তিনি। এক্ষেত্রে তাকে যোগ্য সংগতও দেবেন শ্রীজাত।

বিজ্ঞাপন

লেখালিখি ছেড়ে তা হঠাৎ পরিচালনায় কেন? শ্রীজাতর জবাব, অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল ছবি বানানোর। অনেকসময় সবকিছু অক্ষরে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তার সেইসব জমানো কথা কবিতা, গল্পে কিংবা আঁকায় প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র সিনেমাতেই তা ঠিকঠাক প্রকাশ করা সম্ভব। তাই সিনেমা। কেমন ধরণের ছবির মাধ্যমে পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তিনি। শ্রীজাত জানিয়েছেন, ‘রোম্যান্স এবং রসিকতা’। এই দুইয়ের মিশেলে দারুণ সব ছবি একসময় বাংলা ছবির দর্শক পেয়েছেন। বলিউডও রীতিমতো ধার করে সেইসব ছবি হিন্দিতে তৈরি করেছে। তবে বর্তমানে সেই ছবিটা অনেকটাই আলাদা। তাই তিনি তার প্রথম ছবিতে ভালোবাসাকে সাক্ষী রেখেই গল্প বলতে চান।

কবি ও ঔপন্যাসিক শ্রীজাত

কবি ও ঔপন্যাসিক শ্রীজাত

প্রসঙ্গত, ছবির গল্প ও চিত্রনাট্য লেখার দায়িত্বটুকুও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।এই প্রসঙ্গে শ্রীজাত জানিয়েছেন, ‘তপন সিংহ আমার খুব প্রিয় পরিচালক। আমি তো কোনওভাবেই ওর সমতুল্য নই, তবে খুব ইচ্ছে আমার ছবিতে যেন ওর ছবির গন্ধ সবাই পান। সেই চেষ্টাই করব।’ যদিও এখনও ছবির অভিনেতা কিংবা অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি। সে বিষয়ে চূড়ান্ত আলোচনা খুব দ্রুতই সারবেন তিনি এবং প্রযোজক রানা সরকার। তারপর নামঘোষণা করা হবে বলেই জানিয়েছেন এই নব্য-পরিচালক।

বিজ্ঞাপন

কবি ও ঔপন্যাসিক কবি শ্রীজাত শ্রীজাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর