Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার জুটিবদ্ধ হলেন ইমন-বুবলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২১ ২২:৩৮

এর আগে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন ইমন ও বুবলি। তবে সে ছবিতে বুবলির বিপরীতে ছিলেন শাকিব খান। এবারই প্রথমবারের একসঙ্গে জুটি হলেন। তবে তারা দুজন কোনো ছবিতে নয়, বিজ্ঞাপনে জুটি হয়েছেন।

বোতলজাত পানি ‘মুক্তা পানি’র নতুন বিজ্ঞাপনে তাদেরকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রবিন খান।

পরিচালক রবিন খান বলেন, বেশ বড় বাজেটের বিজ্ঞাপন ছিলো এটি। মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

বিজ্ঞাপন

খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।

সারাবাংলা/এজেডএস

ইমন বুবলি মুক্তা পানি