অলির কবিতার অনুপ্রেরণায় নির্মিত হলো নাটক
২৮ জুন ২০২১ ১৫:৫৪
সোমেশ্বর অলি এ প্রজন্মের খ্যাতিমান গীতিকারদের একজন। অনেক জনপ্রিয় গানের কথা তার লেখা। পাশাপাশি বেশ কিছু নাটক ও সিনেমার চিত্রনাট্য করলেও তা অনিয়মিত। এসবের তার আরেকটি পরিচয় কবি। তারই লেখা একটি কবিতার অনুপ্রেরণায় সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন নাটক।
‘শোকসভা’ শিরোনামের নাকটি নির্মিত হয়েছে অলির লেখা কবিতা ‘নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে’ অবলম্বনে। নাটকের চিত্রনাট্য করেছেন ইশতিয়াক অয়ন। এটি ঈদুল আযহায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।
নাটকটিতে অভিনয় করছেন মনিরা মিঠু। নির্মাতার শেয়ার করা একটি পোস্টারে ফেইসবুকে এ অভিনেত্রীকে দেখা যায়। সাদাকালো ওই পোস্টারে লেখা রয়েছে জনপ্রিয় গানের লাইন ‘মায়ের কান্দন সারাজীবন’।
লুৎফর হাসানের গাওয়া ’ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান দিয়ে আলোচনায় আসেন সোমেশ্বর অলি। এরপর আরও কিছু শ্রোতাপ্রিয় ও প্রশংসিত গান উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে আছে- আমি না থাকিলে সংসারে, আমি কোনো মুখোশ পরিনি, বুকের বাঁ পাশে, আমার আকাশ পুরোটাই, ভেজা ভেজা চোখ, একটাই তুমি, ছাতার কারিগর, দোযখে যাবি রে তুই মন, জোছনা, শূন্য থেকে আসে প্রেম, আয়না দিয়ে ঘর বেঁধেছি, খরচাপাতির গান, আসো মামা হে প্রভৃতি।
সারাবাংলা/এজেডএস