Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিশন সিনড্রেলা’য় পুলিশ অক্ষয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ জুন ২০২১ ১৯:১০

সম্প্রতি খবর বেরিয়েছে ‘বেল বটম’-এর পর অক্ষয় কুমার ও রনজিত তিওয়ারি আবার এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন। যেটি আগামী আগস্ট মাস থেকে লন্ডনে শুটিং ফ্লোরে যাবে। এরপর জানা যায়, এটি হতে যাচ্ছে তামিল ‘রাতাসন’-এর অফিসিয়াল রিমেক। সবশেষ জানা গেলো, এটির হিন্দি ভার্সনের নাম হতে যাচ্ছে ‘মিশন সিনড্রেলা’।

বলিউড হাঙ্গামা বলছে, ‘মিশন সিনড্রেলা’ তে অক্ষয় কুমার একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। নির্মাতারা লন্ডনসহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে শুটিং করার পরিকল্পনা করছেন।

বিজ্ঞাপন

অ্যাকশন থ্রিলার গল্পে অক্ষয়কে দেখা যাবে এক দল শিশু পাচারকারী দলের বিপক্ষে লড়তে। এ লড়াইকে রূপকথার সিনড্রেলার সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রযোজকরা একে প্রজেক্ট সিনড্রেলা হিসেবে আপাতত বলছেন। তবে তারা বিভিন্ন সমিতিতে ‘সিনড্রেলা’, ‘মিশন সিনড্রেলা’ দুটি নামেই নিবন্ধন করেছেন বলে জানা গেছে।

ছবিটি প্রযোজনা করবে জ্যাকি ও ভাসু ভাগ্নানি। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন রাকুল প্রীত সিং।

সারাবাংলা/এজেডএস

অক্ষয় কুমার মিশন সিনড্রেলা