Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে শাকিব খানের জন্মদিনের অনুষ্ঠান


২৯ মার্চ ২০১৮ ১৮:১৬ | আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৮:৪৮

মাসুদ রানা নামে কাটিয়েছেন শৈশব-কৈশোর। যৌবন থেকে তিনি পরিচিত হচ্ছেন শাকিব খান নামে। কেবল পরিচিত হওয়াই নয়, অভিনয়কে মাধ্যম করে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। ভক্তরা ভালবেসে তার নাম দিয়েছেন কিং খান! শাকিব সত্যিকার অর্থেই রাজা, কারণ বাংলাদেশের চলচ্চিত্রের বড় একটা অংশ জুড়ে আছেন তিনি। ঢালিউডকে উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা।

সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে শাকিবের অভিনয় জীবন শুরু। পরবর্তীতে শাবনূর-পূর্ণিমার মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। তবে ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ‘প্রিয়া আমার প্রিয়া’ সিনেমায় তার নায়িকা ছিলেন সাহারা।

বুধবার (২৮ মার্চ) ছিল বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভক্তদের মধ্যে রয়ে গেছে সেই রেশ।

শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় পার্টির আয়োজন করে বঙ্গ বিডি। সেখানেই জন্মদিনের ছত্রিশ পাউন্ড ওজনের কেক কাটেন শাকিব খান। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছেন সারাবাংলা’র স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত। 


বিজ্ঞাপন

 

 

 

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর