Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভাগের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুলাই ২০২১ ১৫:২৯

‘কান চলচ্চিত্র উৎসব’-এ প্রথম বারের মতো অফিসিয়ালি অংশ নিচ্ছে বাংলাদেশ। উৎসবটির ৭৪তম আসরের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। বিভাগের প্রথম ছবি হিসেবে প্রদর্শিত হবে আজমেরি হক বাঁধন অভিনীত ছবিটি।

কানের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত সিডিউলে দেখা গেছে ৭ জুলাই স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’। কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

প্রিমিয়ারে উপস্থিত থাকবেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। কয়েক দিন আগেই তারা ফ্রান্সে পৌঁছেছেন। বর্তমানে তারা প্যারিসে কোয়ারেন্টিন অবস্থায় আছেন।

জানা গেছে, প্রদর্শনী শুরু হওয়ার আগে সাল দুবুসি সিনেমা হলের মঞ্চে উঠবেন নির্মাতা ও কলাকুশলীরা। তাদের পেছনে জ্বলজ্বল করবে ‘রেহানা মরিয়ম নূর’ এবং বাংলাদেশের নাম।

প্রথম প্রদর্শনীর পর আগামী ৮ জুলাই স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আবারও ‘রেহানা মরিয়ম নূর’ দেখানো হবে। একই দিন সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) কান শহরের মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় প্রদর্শিত হবে সাদ-বাঁধনের সিনেমাটি।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

বিজ্ঞাপন

সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৭ মিনিট। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে সিঙ্গাপুরের পোটোকল ও বাংলাদেশের মেট্রো ভিডিওর ব্যানারে। প্রযোজনা করেছে বাংলাদেশের সেন্সমেকারস ও ফ্রান্সের জিরেল প্রোডাকশন।

সারাবাংলা/এজেডএস

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ রেহানা মরিয়ম নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর