Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিতা হক স্মরণে ছায়ানটের ‘হে ভুবনমোহিনী’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জুলাই ২০২১ ১১:৫৫

রবীন্দ্রনাথের গানে আজন্ম নিবেদিত এক শিল্পীর নাম মিতা হক। রবীন্দ্রনাথের গানই ছিল যার জীবনের একমাত্র ব্রত। রবীন্দ্রসঙ্গীতের অমিয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিয়েছেন তার সঙ্গীত লব্ধ জ্ঞান। সঙ্গীত সাধনায় নিমগ্ন উজ্জ্বলতম এই নক্ষত্র হারিয়ে গেলেন চিরতরে। গত ১১ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

শিল্পী মিতা হক ছিলেন দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের একনিষ্ঠ সংস্কৃতিকর্মী, শিল্পী, এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষক। প্রয়াত এই শিল্পীর স্মরণে ছায়ানট আয়োজন করেছে স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ‘হে ভুবনমোহিনী’।

প্রচারিত হবে শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ফেইসবুক গ্রুপ facebook.com/groups/chhayanaut ও ইউটিউব চ্যানেল youtube.com/ChhayanautDigitalPlatform – লিংকে।

সারাবাংলা/এএসজি

ছায়ানট মিতা হক স্মরণ মিতা হক স্মরণে ছায়ানট হে ভুবনমোহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর