Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার শুরু হচ্ছে ‘বিশ্ব ভরা গান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ জুলাই ২০২১ ১৫:২২

দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তিনি আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারও। গানেও তার গলা চলে সমান তালে। এরইমধ্যে গায়ক হিসেবে হাজির হয়েছেন তিনি, একক ও দ্বৈত গান নিয়ে।

উপস্থাপক হিসেবেও বহুবার দেখা মিলেছে বিপ্লব সাহার। সঞ্চালক হিসেবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ‘বিশ্ব ভরা গান’ অনুষ্ঠান দিয়ে৷

গেল বছর থেকেই এই আয়োজনটি করে আসছেন বিপ্লব সাহা। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর শ্রোতা অনুরাগীদের অনুরোধ আবারও শুরু করলেন৷

সেই ধারাবাহিকতায় বিশ্বরঙ আয়োজিত অনলাইন মিউজিক্যাল শো ‘বিশ্ব ভরা গান’ প্রচার হবে মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টায়৷ এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন বিশিষ্ট নৃত্যশিল্পী, নন্দিত অভিনেত্রী ও মডেল তারিন জাহান।

সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাতেও আছেন বিপ্লব সাহা। তিনি বলেন, ‘করোনার মহামারীর এই সময়টাতে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে৷ একই রুটিন আর একঘেয়েমিতে বন্দী হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করবে ‘বিশ্ব ভরা গান’। আশা করি সবার কাছে উপভোগ্য হবে ‘বিশ্ব ভরা গান’।’

বিপ্লব সাহা জানান অনুষ্ঠানটি দেখা যাবে বিশ্বরঙের ফেসবুক পেইজে।

সারাবাংলা/এজেডএস

বিশ্ব ভরা গান বিশ্বরঙ