চলছে ‘কালের পুতুল’
৩০ মার্চ ২০১৮ ১৫:০৪ | আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৫:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সারাদেশে ছয়টি প্রেক্ষাগৃহে চলছে আকা রেজা গালিব পরিচালিত প্রথম সিনেমা ‘কালের পুতুল’। রহস্য ধাঁচের এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ। ছবিটির গল্প আবর্তিত হয়েছে গুরুত্বপূর্ণ ১১টি চরিত্রকে ঘিরে।
‘কালের পুতুল’ সিনেমায় ১০ জন মানুষের একটি দল বান্দরবানের দুর্গম নুলিয়াছড়ি পাহাড়ে পৌঁছায়। খাদের ওপর ঝুলন্ত সেতু পেরিয়ে একটি বাড়িতে ওঠে সবাই। পুরোনো এই বাড়িটি ফেলে আসা দিনের অন্যতম একটি নিদর্শন। তবে বাড়িটিতে অবস্থানের পর নানা ধরনের ঘটনার মুখোমুখি হতে থাকেন তারা। পাল্টে যেতে থাকে চেনা চরিত্রগুলোর মুখ ও মুখোশ।
ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এছাড়া ময়মনসিংহের ছায়াবানি, খুলনার লিবার্টি ও দিনাজপুরের মডার্ন হলে চলছে ছবিটি।
কালের পুতুলে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
সারাবাংলা/টিএস