বাবার ভয়ে ইউসুফ খান নাম বদলে হয়েছিলেন দিলীপ কুমার
৭ জুলাই ২০২১ ১৯:৪০
করোনাকালিন দুঃসময়ে চলচ্চিত্র জগতে আবার দুঃসংবাদ। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বার্ধক্যজনিত অসুস্থতাই পরিজন এবং লক্ষ লক্ষ অনুরাগীদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে। বয়সজনিত কারণে নানা রোগের শিকার হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই চলছিল রোগভোগ। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের শয্যাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্রের একটা যুগের অবসান ঘটল।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দিলীপ কুমার। ‘নয়া দৌড়’, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘রাম অওর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতী’ এবং ‘গঙ্গা-যমুনা’র মতো একাধিক হিট ছবিতে কাজ করেছিলেন। বলা যায়, সে সময় বলিউড হগতে সেনসেশন ছিলেন এই সুদর্শন তরুণ। ১৯৯৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেন এই কিংবদন্তি অভিনেতা।
১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। কিন্তু কিছু বছর সেখানে কাজ করার পর আবারও ফিরে আসেন মুম্বাইতে। বাবার সঙ্গে ব্যবসার কাজেই হাত লাগান। আর সেই সূত্রেই আলাপ হয় সেসময়ের প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে। যিনি তাকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’-এর মালিকের সঙ্গে।
আর তখনই তার কাছে প্রস্তাব আসে ‘জোয়ার ভাটা’য় অভিনয়ের। প্রথম ছবিতে অভিনয় করার সময় থেকেই নাম বদলে রেখেছিলেন দিলীপ কুমার। ইউসুফ খান থেকে তাকে দিলীপ কুমার নাম রাখতে সাহায্য করেছিলেন তার প্রথম ছবির প্রযোজক দেবিকা রানি। সে সময় বলিউডে নাম বদল ছিল বেশ সাধারণ ঘটনা। জনপ্রিয়তা পেতে ছোট নাম বা আকর্ষণীয় নামের পিছনে ছুটতেন অনেকেই। তবে দিলীপ কুমার নাম বদল করেছিলেন অন্য কারণে। বলা যায় বাবার কাছে মার খাওয়ার ভয়ে।
নিজের আত্মজীবনীতে এই বিষয় নিয়ে লিখেছেন অভিনেতা। তিনি জানান, প্রথমে দেবিকা রানিই তাকে নাম বদলানোর পরামর্শ দেন। তবে তিনি রাজি হয়েছিলেন অন্য কারণে। দিলীপ কুমার লেখেন, তার বাবা অভিনয় পেশার একেবারে বিরোধী ছিলেন। এসব ‘নাটক’ মনে হত তার। উপরন্তু বন্ধুপুত্র রাজ কাপুর অভিনয়ে পা রাখাতে আরো অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। পরে অবশ্য বাবা মেনে নিয়েছিলেন ছেলের এই কাজ। অভিনয়ের প্রশংসাও করেছিলেন।
আরও পড়ুন-
জোয়ার ভাটা থেকে কিলা— দিলীপ কুমারের ৬ দশক
শাহরুখকেই সন্তান মনে করতেন নিঃসন্তান দিলীপ-সায়রা
সারাবাংলা/এএসজি