Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তীর বিদায়… [ছবি]

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জুলাই ২০২১ ২১:১৮

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বার্ধক্যজনিত অসুস্থতাই পরিজন এবং লক্ষ লক্ষ অনুরাগীদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে। বয়সজনিত কারণে নানা রোগের শিকার হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই চলছিল রোগভোগ। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের শয্যাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্রের একটা যুগের অবসান ঘটল।

বিজ্ঞাপন

দিলীপ কুমারের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দাফন সম্পন্ন হয় প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমারের। শেষ যাত্রায় হাজির হয়েছিলেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব, দেখুন ছবি—

অ্যাম্বুল্যান্স করে দিলীপ কুমারের দেহ নিয়ে যাওয়া হয়

অ্যাম্বুল্যান্স করে দিলীপ কুমারের দেহ নিয়ে যাওয়া হয়

বর্ষিয়ান অভিনেতার অন্তিমযাত্রা কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল

বর্ষিয়ান অভিনেতার অন্তিমযাত্রা কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল

মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল সাড়ে ৭টায় মৃত্যু হয় দিলীপ কুমারের। বয়স হয়েছিল ৯৮ বছর

মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল সাড়ে ৭টায় মৃত্যু হয় দিলীপ কুমারের। বয়স হয়েছিল ৯৮ বছর

প্রায় সারাটা সময় তার বেডের পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। আজ দিলীপ সায়রার দীর্ঘ দাম্পত্যেও ছেদ পড়ল

প্রায় সারাটা সময় তার বেডের পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। আজ দিলীপ সায়রার দীর্ঘ দাম্পত্যেও ছেদ পড়ল

কিংবদন্তি অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে তার মুম্বইয়ের বাড়িতে হাজির অমিতাভ ও অভিষেক বচ্চন

কিংবদন্তি অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে তার মুম্বইয়ের বাড়িতে হাজির অমিতাভ ও অভিষেক বচ্চন

অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন শাহরুখ খান

অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন শাহরুখ খান

শেষশ্রদ্ধা জানাতে এসেছেন অনুপম খের

শেষশ্রদ্ধা জানাতে এসেছেন অনুপম খের

শেষশ্রদ্ধা জানাতে এসেছেন রণবীর কাপুর

শেষশ্রদ্ধা জানাতে এসেছেন রণবীর কাপুর

অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন বিদ্যা বালান

অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন বিদ্যা বালান

মুম্বাইয়ের জুহু কররস্থান সান্তাক্রুজে বর্ষিয়ান অভিনেতার শেষকৃত্য সম্পন্নের আগের ছবি। জাতীয় পতাকায় মোড়া হয় তার মরদেহ। গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়

মুম্বাইয়ের জুহু কররস্থান সান্তাক্রুজে বর্ষিয়ান অভিনেতার দাফন সম্পন্নের আগের ছবি। জাতীয় পতাকায় মোড়া হয় তার মরদেহ। গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়

১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেওয়া এই কিংবদন্তীর অভিনেতার বলিউড যাত্রা শুরু হয়েছিল ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমা দিয়ে। ‘নয়া দৌড়’, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘রাম অওর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতী’ এবং ‘গঙ্গা-যমুনা’র মতো একাধিক হিট ছবিতে কাজ করেছিলেন। বলা যায়, সে সময় বলিউড হগতে সেনসেশন ছিলেন এই সুদর্শন তরুণ। ১৯৯৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেন এই কিংবদন্তি অভিনেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

দিলীপ কুমার দিলীপ কুমার শেষযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর