তরুণ সঙ্গীতশিল্পী হাসান শামস ইকবাল এবারের ঈদে ব্যস্ত থাকছেন নতুন ম্যাশআপ নিয়ে। ‘বন্ধুয়া ২.০’ শিরোনামের ম্যাশআপটিতে ‘আমার বন্ধুয়া বিহনে’সহ বেশ কয়েকটি পুরোনো জনপ্রিয় বাংলা গান থাকবে।
‘বন্ধুয়া ২.০’ গানটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন দৃষ্টি আমান। গানটি হাসান নিজের ইউটিউব চ্যানেল থেকে উন্মুক্ত করবেন।
হাসান সারাবাংলাকে বলেন, ‘গানটির রেকর্ডিংসহ অডিওয়ের সকল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভিডিও নির্মাণ বাকি। লকডাউনটা শেষ হলেই আমরা ভিডিও নির্মাণ করবো।’
এছাড়া এবারের ঈদে অনুপমের ব্যানারে ‘প্রিয়জন’ শিরোনামের তার একটি নতুন মৌলিক গান আসার কথা রয়েছে। গানটির ব্যাপারে বলেন, ‘যদি আমরা মিউজিক ভিডিও নির্মাণ শেষ করতে পারি তাহলে প্রকাশ করবো। না হলে সম্ভব হবে না। সবকিছু লকডাউন পরিস্থিতির উপর নির্ভর করছে।’
২০১২ সালে প্রথম নিজের ইউটিউব চ্যানেল খুলেন যশোরের ছেলে হাসান শামস ইকবাল। সেখানে বাংলা গানের ম্যাশআপ নির্মাণ করে জনপ্রিয়তা পান।
এ পর্যন্ত প্রায় ২০টি মেশ্যাপ প্রকাশ করেছেন হাসান ইকবাল। এরমধ্যে ৪ কোটি বেশি ভিউয়ার পেয়েছে শেখ সাদীর সঙ্গে তার করা ‘লাভ মেশ্যাপ’। কোটি ভিউয়ার পেরিয়েছে আরও তিনটি মেশ্যাপ। এগুলো হলো-‘ওল্ড ভার্সেস নিউ মেশ্যাপ’, ‘ঈদ মেশ্যাপ ২০১৯’ এবং ‘ভেলেন্টাইন মেশ্যাপ’। অনুপমের ব্যানারে হাসান শামসের কভার করা ‘আমার গরুর গাড়িতে’ও পেয়েছে কোটি ভিউয়ার।
এছাড়া তার গাওয়া ‘লাভ মেশ্যাপ’, ‘ঈদ স্পেশাল মেশ্যাপ’, ‘বাংলা হিট মেশ্যাপ’, ‘সাউন্ডটেক হিটস’, ‘সিডি চয়েস হিটস’, ‘লেজার ভিশন হিটস’ও শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। বেশির ভাগ দ্বৈত মেশ্যাপ এবং গানে হাসান ইকবালের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দৃষ্টি আনাম। হাসান-দৃষ্টি জুটিকে শ্রোতারাও গ্রহণ করেছেন দারুণভাবে।
নিজের মৌলিক গান নিয়েও এগিয়ে যাচ্ছেন হাসান ইকবাল। ২০১৯ সালে নিজের কথা ও সুরে প্রথম মৌলিক গান ‘যদি থাকতে তুমি’ প্রকাশ করেন তিনি। এরপর এসেছে তার আরও তিনটি মৌলিক-‘মন চাইছে’, ‘কেমন করে’ এবং ‘আর কীভাবে’।