Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাদরে ঢাকা জ্যাকুলিন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুলাই ২০২১ ১৫:৪০ | আপডেট: ১০ জুলাই ২০২১ ১৫:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের সেলেব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ফ্যাশন ক্যালেন্ডার নিয়ে চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। হবে নাই বা কেন? একের পর এক পরিচিত মুখের অপূর্ব সব ছবি সামনে আনছেন এই ফ্যাশন ফটোগ্রাফার। আর তার অ্যালবাম প্রকাশ মানেই একের পর এক বোমা ফাটানো সেলেব ছবি। এর আগে তার শ্যুটে সানি লিওনির ছবি ভাইরাল হয়েছিল। এবার ঝড় তুলল জ্যাকুলিন ফার্নান্দেজের একটি বোল্ড ছবি।

ফটোগ্রাফার ডাব্বু রত্নানি নিজেই এই ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে ডাব্বু লেখেন, ‘খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ো… অন্যরা যখন স্বপ্ন দেখায় মশগুল, তখন তুমি সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টায় লেগে পড়ো। সুন্দরী জ্যাকি…’

বিজ্ঞাপন
ফটোগ্রাফার ডাব্বু রত্নানির পোস্ট

ফটোগ্রাফার ডাব্বু রত্নানির পোস্ট

ডাব্বু রত্নানির শেয়ার করা সে ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজ-কে দেখা যাচ্ছে গায়ে সাদা বেডশিট জড়িয়ে মোহময়ী চাহনিতে চেয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ভাইরাল এই ছবি ইতোমধ্যে লাখ ছুঁইছুঁই।

এর আগে, সানি লিওনির ছবিও ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যামেরার জাদুতে অমন সাহসী ছবিও পেয়েছিল শিল্পের মর্যাদা।

সারাবাংলা/এএসজি

জ্যাকুলিন ফার্নান্দেজ ডাব্বু রত্নানি ফ্যাশন ক্যালেন্ডার