Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একপেশে ভালোবাসার গল্প…

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুলাই ২০২১ ১৬:৩৮

ভিকি আর শায়না কাজিন। পাশাপাশি দু’জনের বাড়ি, ছোটবেলা থেকেই একসাথে বড় হয় তারা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ভিকি খুব সাদামাটা থাকতেই পছন্দ করে, তবে সময়ের সাথে সাথে শায়নার হয়ে ওঠে আলট্রা মডার্ন।

এদিকে ভিকি সেই ছোট থেকেই শায়নার প্রেমে হাবুডুবু খেতে খেতেই বড় হয়, তবে মুখখুলে কখনোই বলার সাহস পায় না। এমনই এক একপেশে প্রেমের গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো বিশেষ নাটক ‘ওয়ান সাইডেড লাভ’।

বিজ্ঞাপন

এতে ভিকি চরিত্রে অভিনয় করেন জোভান আর শায়না চরিত্রে কেয়া পায়েল। দু’জনকে নিয়ে নাটকটি নির্মাণ করেন মাহমুদ মাহিন। আর নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লেখেন সৌরভ ইশতিয়াক।

নাটকটি সম্পর্কে এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘অন্যরকম এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প এটি। সত্যিকারের ভালোবাসার একটা অসাধারণ ব্যাখ্যা রয়েছে এই নাটকটিতে। এই ঈদকে লক্ষ্য করে আমরা ১২ ধরনের গল্প নিয়ে এমন ১২টি নাটক নির্মাণ করেছি। আশা করছি সবগুলো কাজ দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

জানা গেছে, ঈদের ৭দিনের আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘ওয়ান সাইডেড লাভ’ নাটকটি।

সারাবাংলা/এজেডএস

ওয়ান সাইডেড লাভ কেয়া পায়েল জোভান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর