সংগীত জগতে বিশেষ করে আধুনিক গানের ক্ষেত্রে গানের রচয়িতা এবং সুরকার সাধারণত আড়ালেই থেকে যান (বেশিরভাগ ক্ষেত্রে)। তবে এবারই প্রথম একজন গীতিকারকে নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘একজন গোলাম মোর্শেদ’।
যার লেখা গান ৯০ এর দশকে প্রথম সারির শিল্পীরা কন্ঠ দিয়েছিলেন। তার লেখা গান নিয়ে ‘বিতৃষ্ণা জীবনে আমার’ সেসময় সুপার ডুপার হিট ক্যাসেট এবং আজও তা জনপ্রিয়। সবগুলো গানের সুর করেছিলেন বিখ্যাত শিল্পী-সুরকার লাকি আখন্দ।
‘একজন গোলাম মোর্শেদ’ তথ্যচিত্রটি ইতোমধ্যেই ইউটিউবে রিলিজ করা হয়েছে। এই ডকুমেন্টারি ফিল্মে ডিরেকশন দিয়েছেন বিনু মাহবুবা ও তারেক মাহাদি। তথ্যচিত্রটি বিভ্রম ভিজ্যুয়াল এর ব্যানারে নির্মিত।