‘বালিঘর’ নির্মাণ পেছালো
৩১ মার্চ ২০১৮ ১০:০০ | আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১১:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যৌথ প্রযোজনার সিনেমা ‘বালিঘর’-এর নির্মাণ আপাতত পিছিয়ে গেল। আগামী সেপ্টেম্বরের আগে ছবির শুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। ‘ধনঞ্জয়’ খ্যাত এই নির্মাতা জানান, অনুমতি না মেলার কারণেই এমনটা হয়েছে।
অরিন্দম শীল জানান, ‘বাংলাদেশ সরকারের লিখিত অনুমতির অপেক্ষায় আছেন তারা। অভিনেতাদের একসঙ্গে ডেট নেওয়া ছিল। কিন্তু অনুমতি পেতে দেরি হচ্ছে বলে নির্ধারিত তারিখে শুটিং শুরু করা যায়নি। আর নতুন করে একসঙ্গে এতজনের ডেট পাওয়া এখনই সম্ভব নয়। ফলে সেপ্টেম্বরে শুরু করার ইচ্ছে তার। এই ফাঁকে ব্যোমকেশ সিরিজের নতুন ছবির শুটিং শেষ করাবেন তিনি।
‘বালিঘর’-এ আরিফিন শুভ, নুসরত ইমরোজ তিশা, কাজী নওশাবার পাশাপাশি পশ্চিমবাংলা থেকে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষ প্রমুখ। ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন চিরকূট এবং বিক্রম ঘোষ।
সারাবাংলা/টিএস/পিএম