২১ বছর পর মায়ের সঙ্গে দেখা হল অপূর্বের!
১৫ জুলাই ২০২১ ১৫:১৫
পৃথিবীর সবচেয়ে নিখাদ ভালবাসার সম্পর্ক মা আর সন্তানের মধ্যে। এই সম্পর্কের গল্পে আসন্ন পবিত্র ঈদুল আজহায় ‘২১ বছর পর’ শিরোনামের একটি একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
নির্মাতার নিজের গল্প ও চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, মনিরা আক্তার মিঠু, তারিফসহ অনেকেই। গেল ১১ ও ১২ জুলাই রাজধানী উত্তরাতে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘মা ও সন্তানের সম্পর্কের গল্পের নাটক এটি। যেখানে ২১ বছর পর মায়ের সঙ্গে তাঁর সন্তানের দেখা হবে। কেন এত দীর্ঘ বিরতী নিয়ে মা-ছেলের দেখা? সেখানে থাকবে মান-অভিমান, মিথ্যা তথ্যের মত বেশ কিছু কারণ; যা নিয়ে গল্প এগিয়ে যাবে। বাকীটা পর্দায় দেখতে হবে।’
এমন গল্পের নাটকটি নিয়ে কেমন আশাবাদী? এমন প্রশ্নে নির্মাতা জানিয়েছেন, ‘নির্মাতা ও গল্পকার হিসেবে আমি মনে করি নাটকটির গল্প দর্শকের হৃদয়ে নাড়া দিবে। প্রতিটি সন্তান তাঁর মাকে ভালোবাসে; সেটা মা যেমনই হোক। নাটকটি দর্শকদের সেই উপলদ্ধি দিবে।’
আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঈদ আয়োজনে ‘২১ বছর পর’ নাটকটি এনটিভি ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
সারাবাংলা/এজেডএস