৭টি একক নাটক দিয়ে নাগরিক টিভির ঈদ আয়োজন
১৫ জুলাই ২০২১ ১৫:৪০
এবারও নাগরিক টিভি ঈদে নিয়ে আসছে বর্ণাঢ্য আয়োজন। ঈদের সাতদিন নানা রকমের অনুষ্ঠানে চ্যানেলটি সাজবে আকর্ষণীয় সাজে। সাতদিনে সাতটি নতুন নাটক উপভোগ করবেন দর্শকরা।

অনামিকা মন্ডল-এর গল্পে ওসমান মিরাজ-এর পরিচালনায় নাটক ‘জিরো’
একক নাটকের মধ্যে ঈদের দিন রাত ৯টায় প্রচার হবে ‘আমাদের আছে জল’। রচনা ও পরিচালনা ইফতেখার ফাহমি। দ্বিতীয় দিন রাত ৯টায় প্রচার হবে সকাল আহমেদ-এর রচনা ও পরিচালনায় একক নাটক ‘প্রেম নাকি মোহ’। তৃতীয় দিন রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘শান্ত কেন অশান্ত’। রচনা ও পরিচালনা মাঈনুল হাসান খোকন। ঈদের চতুর্থ দিন রাত ৯টায় প্রচার হবে জুয়েল এলিন-এর রচনা ও ফজলুল সেলিম-এর পরিচালনায় একক নাটক ‘লাভ লস’।

ইফতেখার ফাহমির রচনা ও পরিচালনায় ‘আমাদের আছে জল’
ঈদের পঞ্চম দিন রাত ৯টায় প্রচার হবে ‘কি করে তোকে বলবো’। রচনা করেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন আলোক হাসান। ষষ্ঠ দিন রাত ৯টায় অনামিকা মন্ডল-এর গল্পে ওসমান মিরাজ-এর পরিচালনায় নাটক ‘জিরো’। ঈদের সপ্তম দিন রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘ডেয়ারিং ওয়াইফ ফেয়ারিং হাজব্যান্ড’। রচনা করেছেন মিজানুর রহমান, পরিচালনা করেছেন আলমগীর সাগর।
সারাবাংলা/এএসজি