Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে জিটিভিতে ‘বিজলী’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জুলাই ২০২১ ১৯:১৫

বাংলাদেশ, ভারত, থ্যাইল্যান্ড ও আইসল্যান্ডের অনেক আকর্ষণীয় লোকেশনে ধারণ করা ‘বিজলী’ ছবিতে অভিনয় করেছেন ববি ও ওপার বাংলার রানভির

ঈদ-উল আযহায় জিটিভিতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চিত্রনায়িকা ববি অভিনীত বাংলা ছায়াছবি ‘বিজলী’। ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে ঈদ স্পেশাল ব্লকবাস্টার মুভিজ-এ প্রচারিত হবে ইফতেখার চৌধুরী পরিচালিত এই জনপ্রিয় ছবিটি।

একজন সাধারণ মানুষের অসাধারণ সুপারপাওয়ার এবং তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে গড়ে উঠেছে ‘বিজলী’র কাহিনী। যা বর্তমান সময়কে ঘিরেই গড়ে উঠেছে। এই কাহিনীর সূত্রপাত ঘটে প্রায় ২০ বছর আগে একটি ষড়যন্ত্রের কারণে।

বাংলাদেশ, ভারত, থ্যাইল্যান্ড ও আইসল্যান্ডের অনেক আকর্ষণীয় লোকেশনে এ ছবির দৃশ্য ধারণ করা ‘বিজলী’ ছবিতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা ববি ও ওপাড় বাংলার রানভির। এছাড়াও আছেন ইলিয়াস কাঞ্চন এবং ওপাড় বাংলার শতাব্দী রায়-সহ আরও অনেকে।

সারাবাংলা/এএসজি

ঈদে জিটিভিতে ‘বিজলী’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার জিটিভি জিটিভির ঈদ আয়োজন বিজলী