Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিটিভির ৭ দিনব্যাপী ঈদ আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ জুলাই ২০২১ ১২:২২

করোনার ভয়াল থাবায় আতংকিত জনপদ। তবুও থেমে নেই আনন্দ উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর উৎসবকে কেন্দ্র করেই টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্মিত হয় বিশেষ নাটক, বিভিন্ন অনুষ্ঠানমালা। তেমনি আগামি ঈদকে সামনে রেখে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জিটিভি আয়োজন করেছে একাধিক আকর্ষণীয় অনুষ্ঠানমালার। যার মধ্যে রয়েছে —

নাটক ‘তুমি কোন গগনের তারা’

নাটক ‘তুমি কোন গগনের তারা’

ঈদের দিন (বুধবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘মায়ের দোয়া’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ১ম পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত বাংলা ছায়াছবি ‘ঢাকা আ্যাটাক’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘তুমি কোন গগনের তারা’। রাত সাড়ে ১০টায় নাটক ‘লাশ ঘর’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘র‌্যাম্প রান’।

বিজ্ঞাপন
নাটক ‘গেইম অব লাইফ’

নাটক ‘গেইম অব লাইফ’

ঈদের ২য় দিন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘অবুঝ হৃদয়’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ২য় পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত ও ফাকরুল আরেফিন খান পরিচালিত বাংলা ছায়াছবি ‘ভূবন মাঝি’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘গেইম অব লাইফ’। রাত সাড়ে ১০টায় নাটক ‘হঠাৎ সেই ফোন’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘অভিমানি গল্প’।

বিজ্ঞাপন
রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘রুম্পার রেসিপি’

রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘রুম্পার রেসিপি’

ঈদের ৩য় দিন (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘সারেং বৌ’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ৩য় পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ শহীদুজ্জামান সেলিম ও অপর্ণা ঘোষ অভিনীত বাংলা ছায়াছবি ‘মেঘমল্লার’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘রুম্পার রেসিপি’। রাত সাড়ে ১০টায় নাটক ‘কালাই’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘হ্যালো ৯৯১ লাভ ইমার্জেন্সি’।

নাটক ‘মেনু কার্ড’

নাটক ‘মেনু কার্ড’

ঈদের ৪র্থ দিন (শনিবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘রাঙ্গা ভাবী’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ৪র্থ পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চিত্রনায়িকা ববি অভিনীত বাংলা ছায়াছবি ‘বিজলী’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং কোলকাতার শতাব্দী রায় ও রানভির। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘মেনু কার্ড’। রাত সাড়ে ১০টায় নাটক ‘পাপজি বাবা’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘মানুষ’।

নাটক ‘চিলেকোঠার ময়না’

নাটক ‘চিলেকোঠার ময়না’

ঈদের ৫ম দিন (রবিবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘অভিযান’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ৫ম পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ মিশা সওদাগর অভিনীত ও মোর্শেদুল ইসলাম পরিচালিত বাংলা ছায়াছবি ‘অনিল বাগচির একদিন’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘চিলেকোঠার ময়না’। রাত সাড়ে ১০টায় নাটক ‘ভাঙ্গনের পরে’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘একদিন সোফিয়া’।

নাটক ‘অন্য পৃথিবী’

নাটক ‘অন্য পৃথিবী’

ঈদের ৬ষ্ঠ দিন (সোমবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘দুই জীবন’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ৬ষ্ঠ পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ শাকিব খান অভিনীত বাংলা ছায়াছবি ‘এইতো প্রেম’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘অন্য পৃথিবী’। রাত সাড়ে ১০টায় নাটক ‘তুমি চাইলে তাই’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘পরশ’।

শারমিন লাকির ‘বাংলার রান্না’

শারমিন লাকির ‘বাংলার রান্না’

ঈদের ৭ম দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় স্পেশাল স্বর্ণালী ছায়াছবি ‘সাহেব’। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বাংলার রান্না- ৭ম পর্ব’। দুপুর ২টা ১০ মিনিটে ব্লকবাস্টার স্পেশাল মুভিজ-এ পরীমনি অভিনীত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বাংলা ছায়াছবি ‘স্বপ্নজাল’। রাত সাড়ে ৮টায় স্পেশাল টক শো ‘বক্স- সিজন ৩’। রাত ৯টায় রোমান্টিক ড্রামা ফেস্ট-এ দেখানো হবে নাটক ‘মন ফিরেছে ঘরে’। রাত সাড়ে ১০টায় নাটক ‘উল্টো যাত্রা’। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘প্রেম প্রেম’।

সারাবাংলা/এএসজি

ঈদ আয়োজন জিটিভি জিটিভির ৭ দিনব্যাপী ঈদ আয়োজন জিটিভির ঈদ আয়োজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর